রধিকাপুর: স্কুলের নলকূপে চাপ দিলেই জলের সঙ্গে অনবরত বেরোচ্ছে বালি। জল খেলে পেটে বালি ঢুকে যাচ্ছে । প্রচন্ড গরমে বাড়ি থেকে বোতলে জল আনতে হয় ছাত্র-ছাত্রীদের, কিন্তু সেই জল ফুরিয়ে গেলে আর জল খেতে পারছে না স্কুলের বাচ্চারা। তেষ্টায় জল না পেয়ে কখনও বাধ্য হয়ে বালি মিশ্রিত দূষিত জল পান করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের।
এমনই চিত্র উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুরে মালজুম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পানীয় জলের সমস্যা থেকে রেহাই পেতে বহুবার স্থানীয় বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরে জানানো হলেও কোন সুরাহা মেলেনি।
স্কুলের পড়ুয়া, ঋত্বিকা রায় ও মাহবুদ আলম জানায় নলকূপ পাম্প করলে জলের সঙ্গে বালি বের হয়। জল বাড়ি থেকে আনতে হয়। বোতলের জল শেষ হয়ে গেলে কখনও কখনও বালি মিশ্রিত দূষিত জলই পান করতে হয়।
আরও পড়ুন: জি২০ শীর্ষ সম্মেলনে টয় ট্রেনে চেপে পাহাড়ের অপরূপ সৌন্দর্যের স্বাদ নেবেন বিদেশের প্রতিনিধিরাএ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোরা চন্দ্র দাস বলেন গরমের সময় প্রতিবার জলের লেয়ার নিচে নেমে যায়। জল পাম্প করলেই জলের সঙ্গে বালি উঠে আসে। এ বিষয়ে বারবার স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে আবেদন জানালেও কোন সুরাহা হয়নি।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জল খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নেবে? এদিকে জল না থাকায় স্কুলের মিড ডে মিলের রান্না করার জন্য জল আনতে হচ্ছে বহু দূরে থেকে । আবার কখনও কখনও বাধ্য হয়ে মিড ডে মিলের রাধুনীরা মিড ডে মিল রান্না বন্ধ করে দিচ্ছে। কবে স্কুলে পরিশুদ্ধ পানীয় জল পাবে ছাত্র-ছাত্রীরা এখন সেই অপেক্ষায় দিন গুনছে তাঁরা।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।