হোম /খবর /উত্তর দিনাজপুর /
ছিঃ! পুকুর পার থেকে উদ্ধার নাবালিকার দেহ, আসল ঘটনা শিউরে ওঠার মতো

North Dinajpur News: ছিঃ! পুকুর পার থেকে উদ্ধার নাবালিকার দেহ, আসল ঘটনা শিউরে ওঠার মতো

দোষীদের শাস্তির দাবিতে সাহেবঘাটায় এলাকার মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কালিয়াগঞ্জ: নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র কালিয়াগঞ্জের সাহেবঘাটা। দোষীদের শাস্তির দাবিতে  বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়েরা।

অভিযোগ, শুক্রবার রাতে এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়। পরেএলাকার একটি পুকুরপাড় থেকে তার দেহ উদ্ধার হয়। এলাকার সাধারণ মানুষদের অভিযোগ এই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতিরা। এদিকে এই ঘটনায় পুলিশ জাবির আক্তার নামে একজনকে গ্রেফতার করে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।এই ঘটনার প্রতিবাদে এলাকার স্থানীয় মানুষরা ইটাহার কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। উত্তেজিত জনতা কে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় এবং লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে।পিয়া গুপ্তা

First published:

Tags: Crime News