ইসলামপুর:দূরদূরান্ত থেকে এসেও দুয়ারে সরকারে হচ্ছে না কাজ। ক্ষোভে ভাঙচুর চলল সরকারি ক্যাম্পের আসবাবপত্র।খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় ১ এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সরকারি সুবিধা পাওয়ার আশায় অসংখ্য মানুষ দুয়ারে সরকারে হাজির হয়েছিলেন।সকাল সাড়ে দশটায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হবার কথা থাকলেও, বেলা সাড়ে এগারোটার নাগাদ সরকারি কর্মিরা দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হন বলে অভিযোগ ।ক্যাম্প চালু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্র অপ্রতুল থাকায় দূরদূরান্ত থেকে আসা গ্রামবাসিরা ফর্ম না পেয়ে রেগে যায়।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু হলেও ফর্ম না থাকায় চরম হয়রানির শিকার হন বাসিন্দারা। তখনই ক্যাম্পে তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলির নেতৃত্বে ভাঙচুর চলে ক্যাম্পের সমস্ত আসবাবপত্র। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি আধিকারিক সাগরাম সোরেন জানিয়েছেন পর্যাপ্ত ফর্ম রয়েছে, কিছু বিভাগের নাম পরিষ্কার না থাকায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুন: স্কুলে হচ্ছে টা কী? টিফিন বক্সের বদলে অন্য টিফিন বক্স! মিড ডে মিলের নয়া উপায়! জানুন
আরও পড়ুন:
এই ব্যাপারে ক্যাম্পে উপস্থিত রেহুনা খাতুন জানান লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সকাল দশটায় এসেছি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কোনো কাজ হয়নি। দশ বারোটা ফর্ম দিয়ে বলে ,ফ্রম নেই শেষ হয়ে গিয়েছে। চার পাঁচ বার লক্ষ্মীর ভাণ্ডার করেও টাকা মেলেনি। জব কার্ডের টাকা ও পায়নি।দুয়ারে সরকারি উপস্থিত আর এক গ্রামীণ মহিলা বিমলা খাতুন বলেন স্বাস্থ্য সাথীর কার্ডের ফর্ম পায়নি। রমজান মাস উপোস করে লাইনে দাঁড়িয়ে রয়েছিলাম ঘণ্টাখানেক ধরে। কিন্তু কোন কাজ না হওয়ায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। রাজ্য সরকার যখন বলছে দুয়ারে সরকারে আসলেই মিলবে সমস্ত সুযোগ সুবিধা। তখনই দুয়ারে সরকারে এসেও কোন কাজ হচ্ছে না। হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Sarkar, Uttar Dinajpur