কালিয়াগঞ্জ: ফেসবুকে ফেক আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে চার দিন লাগাতার ধর্ষণ এক কিশোরীকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চক ভবানীপুর গ্রামে। জানা যায় ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে ছবি বদলে ফেসবুকে ফেক আইডি খুলে এক কিশোরীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক। তারপর ধীরে ধীরে সেই কিশোরীকে নিজের প্রেমের জালে ফাসিয়ে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আটকে রেখেছিল সেই শ্রমিক। লাগাতার চার দিন কিশোরীকে আটকে রেখে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল সেই নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে।
মোবাইল ফোনের সূত্র ধরে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বেপাত্তা মূল অভিযুক্ত যুবক ও তাঁর পরিবার। এদিন রাতে কালিয়াগঞ্জ থানার সহযোগিতায় রায়গঞ্জ পুলিশের একটি দল হানা দেয় রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চক ভবানীপুর গ্রামে। সেখান থেকেই সে কিশোর কিশোরীকে উদ্ধার করে পুলিশ এদিকে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে সিমন বাস্ক-সহ চার অভিযুক্তের নাম জানতে পারে পুলিশ। কিশোরী জানায় এই কাজে মদত দেয় যুবকের স্ত্রী, মা ও পরিবারের বাকি সদস্যরা। তারপর থেকে শুরু হয় পাশবিক অত্যাচার। গত চার দিন ধরে কিশোরীকে ধর্ষণ ও মারধর করে বলে অভিযোগ।
এদিকে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে পক্সো আইন ও অপহরণ সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারার মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News