হোম /খবর /উত্তর দিনাজপুর /
বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে উঠে এল বাক্স, ভিতরে ও কী! তোলপাড় রায়গঞ্জ

North Dinajpur News: বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে উঠে এল বাক্স, তার ভিতরে ও কী! তোলপাড় রায়গঞ্জ

X
সিন্দুক [object Object]

North Dinajpur News: দুপুরে এলাকার বাসিন্দা রতন মালুর বাড়িতে মাটি খনন করছিলেন শ্রমিকরা। নতুন বিল্ডিং তৈরির জন্য মাটি খনন করা হচ্ছিল।

  • Share this:

রায়গঞ্জ: বাড়ি তৈরির জন্য মাটি খনন করতে গিয়ে মিলল প্রাচীন আমলের লোহার সিন্দুক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ওল্ড উকিলপাড়ায়। মঙ্গলবার দুপুরে এলাকার বাসিন্দা রতন মালুর বাড়িতে মাটি খনন করছিলেন শ্রমিকরা। নতুন বিল্ডিং তৈরির জন্য মাটি খনন করা হচ্ছিল। মাটি খুঁড়তে গিয়ে লোহার সিন্দুকটি মেলে।

খবর ছড়াতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন আশপাশের মানুষজন। সেখানে আসে রায়গঞ্জ থানার পুলিশ তারা সিন্দুকটি উদ্ধার করে।এদিকে, প্রাচীন সিন্দুকটির ভেতর পুরোনো মুদ্রা বা মূল্যবান জিনিসপত্র রয়েছে, এমন গুজব ছড়াতেই হইচই পড়ে যায় এলাকায়।

স্থানীয়দের দাবি, বন্দর লাগোয়া ওই এলাকায় রয়েছে বহু পুরোনো বাড়ি এবং মন্দির। ব্রিটিশ আমলে কুলিক নদীপথ দিয়ে জাহাজে করে স্থানীয় বন্দর বাজারে ব্যবসা করতে আসতেন বণিক-ব্যবসায়ীরা। তাই লোহার সিন্দুককে ঘিরে কৌতূহল তৈরি হয়।

আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?

আরও পড়ুন: খালি গলায় নেপালি যুবকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! পাহাড়ি টানে কবিগুরুর গান মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়

এর আগে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে মাটির নীচ থেকে এমন বহু প্রাচীন জিনিস পাওয়া গিয়েছে। তবে শহরাঞ্চলে এমন প্রাচীন জিনিস পাওয়া যায়নি। ফলে সিন্দুকটি নিয়ে কৌতূহল বাড়তে থাকে সাধারণ মানুষ থেকে ইতিহাসবিদদের মধ্যে। এরপর পুলিশের উপস্থিতিতে লোহা কাটার বৈদ্যুতিক যন্ত্র দিয়ে বাক্সের তালা কাটতেই বের হয়ে আসে কতগুলি অ্যালুমিনিয়াম বাসনপত্র।

পিয়া গুপ্তা

Published by:Uddalak B
First published:

Tags: Uttar Dinajpur