উত্তর দিনাজপুর: রেশম চাষাবাদের প্রধান অন্তরায় হল জলবায়ু পরিবর্তন। দিনের পর দিন জলবায়ু পরিবর্তনের ফলে কমে যাচ্ছে রেশম সুতোর উৎপাদন। ফলে রেশম শিল্প সংকটের মুখে । এই অবস্থায় শিল্পকে বাঁচাতে ও আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে বৈজ্ঞানিকভাবে ডিম তৈরি ও রেশম চাষিদের অত্যাধুনিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর. জেলার কালিয়াগঞ্জের ভবানীপুরে অবস্থিত সেন্টাল বোর্ডের অধীনে থাকা রেশম কিট বীজ উৎপাদন কেন্দ্রে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ৪৮ জন কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রেশম চাষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এ দিনের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে চাষীদের পরামর্শ দেন ভারত সরকারের সেন্ট্রাল সিল্ক বোর্ডের প্রাক্তন বিজ্ঞানী ডঃ মলয় কুমার ঘোষ।
এই প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উৎসাহ ছিল চরমে। কৃষকরা জানান ভারত সরকারের পক্ষ থেকে তাঁদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে রেশম চাষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। জানা যায়, দেশের রেশম সুতার চাহিদা বছরে ৩০০ টন। এর বিপরীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উৎপাদন হচ্ছে মাত্র ৬০ টন। বাকি ২৪০ টন রেশম সুতো আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হচ্ছে।
এর ফলে রেশম শিল্প খাত সংকটের মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় এ শিল্পকে বাঁচাতে সময় ও আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন জেলায় চাষিদের আধুনিক প্রযুক্তিতে রেশম চাষের ব্যবস্থা করা হচ্ছে।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।