• Home
 • »
 • News
 • »
 • uncategorized
 • »
 • মানসিক চাপ দূর করতে পোল ডান্স, প্রমাণ করলেন সুন্দরী আরিফা!

মানসিক চাপ দূর করতে পোল ডান্স, প্রমাণ করলেন সুন্দরী আরিফা!

(Photo: Aarifa Bhinderwala/ Culture Machine)

(Photo: Aarifa Bhinderwala/ Culture Machine)

কে বলেছে মানসিক চাপে চুপচাপ ঘরে বসে থাকতে হয় ? কে বলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘন ঘন স্টেটাস আপডেট করে বার

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: কে বলেছে মানসিক চাপে চুপচাপ ঘরে বসে থাকতে হয় ? কে বলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘন ঘন স্টেটাস আপডেট করে বার বার নিজের মনের দুঃখ উজাড় করতে হয় ? এমনকী, ঘর ছেড়ে ঘুরতে না গেলেও হয় ৷ সব ফমূর্লাকে একেবারে পাল্টে দিলেন এক মুসলিম মহিলা আরিফা ৷ মানসিক চাপকে দূরে সরাতে বেছে নিলেন পোল ডান্সকেই !

  ইন্টারনেট দুনিয়ায় সবার নজর কেড়েছেন বছর বত্রিশের আরিফা ভিন্দেরওয়ালা ৷ বহুদিন থেকেই ভুগছিলেন ডিপ্রসেশনে ৷ দিন দিন নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন অন্ধকারে ৷ কিন্তু হঠাৎ-ই নিজেকে সামলে নিলেন ৷ আর আকড়ে ধরলেন পোল ডান্সকে ৷ হ্যাঁ, ঠিক এই ভাবেই নিজের মানসিক চাপকে দূরে তাড়ালেন আফিরা ৷

  আফিরা তৈরি করলেন নিজের পোল ডান্সের ভিডিও ৷ যেখানে নিজের শরীরকে মেলে ধরলেন একেবারে অন্যরূপ ৷ ‘ব্লাস অরিজিনালস উইথ অফিরা’তে উঠে এল আফিরার মানসিক চাপ ও পোল ডান্স ৷ এই ভিডিও দেখার পর যেমন অনেকের প্রশংসা কুড়িয়েছেন আফিরা ৷ তেমনি তাঁকে নিয়ে নিন্দাও হয়েছে ৷ তবে আফিরার স্পষ্ট জবাব, যা হোক আমি ভালো আছি !

  First published: