পোস্টার ছেঁড়া নিয়ে উত্তাল যাদবপুর

ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ বুধবার বিকেলে নতুন করে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে SFI ও ফ্যাসের পোস্টার ছেঁড়াকে ঘিরে নতুন করে গন্ডগোল বাঁধল যাদবপুর ক্যাম্পাসে ৷ SFI ও ফ্যাসের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে ABVP-এর বিরুদ্ধে ৷ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর ও পাঁচ নম্বর গেটের মধ্যবর্তী রাস্তার পাশে লাগানো পোস্টারগুলি ABVP সদস্যরা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ তোলে SFI ও ফ্যাস ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ বুধবার বিকেলে নতুন করে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৷  বিশ্ববিদ্যালয় চত্বরে SFI ও ফ্যাসের পোস্টার ছেঁড়াকে ঘিরে নতুন করে গন্ডগোল বাঁধল যাদবপুর ক্যাম্পাসে ৷ SFI ও ফ্যাসের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে ABVP-এর বিরুদ্ধে ৷  বিশ্ববিদ্যালয়ের চার নম্বর ও পাঁচ নম্বর গেটের মধ্যবর্তী রাস্তার পাশে লাগানো পোস্টারগুলি ABVP সদস্যরা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ তোলে  SFI ও ফ্যাস ৷

    এদিন বিকেলে যাদবপুর ক্যাম্পাসে ঢুকে SFI ও ফ্যাসের লাগানো পোস্টারগুলি ছিঁড়তে থাকে ABVP সদস্যরা ৷ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায় ABVP ও SFI-ফ্যাস সমর্থকদের মধ্যে ৷ পোস্টার ছেঁড়ার কথা অস্বীকার করে ABVP সদস্যরা জানান, যে সব পোস্টারে দেশ বিরোধী স্লোগান ছিল তারা সেগুলি সরিয়ে দিচ্ছিল ৷ কোনও পোস্টার ছেঁড়ার কথা স্বীকার করেনি তারা ৷ এই ঘটনার প্রতিবাদে যাদবপুরে জাতীয় পতাকা নিয়ে পাল্টা মিছিল বের করে ছাত্র সংগঠন SFI ও ফ্যাস সমর্থকেরা ৷ পরে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ মানব বন্ধন তৈরি করে গণতন্ত্রে মুক্ত চিন্তাধারা ও মত প্রকাশের দাবি তোলেন তারা ৷ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রাফিক ব্যবস্থা ৷

    মঙ্গলবার থেকেই একের পর এক বিতর্কে তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৷ মঙ্গলবার JNU ছাত্র কানহাইয়া কুমারের গ্রেফতারির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বেরোয় ৷ অভিযোগ, মিছিল থেকে বার বার দেশ বিরোধী স্লোগান দেওয়া হয় ৷ এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বুধবার সকালেও পোস্টারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যাদবপুরে ৷ এদিন সকালে কাশ্মীর, মণিপুর ও নাগাল্যান্ডের আজাদি চেয়ে পোস্টার পড়ে ক্যাম্পাসে ৷ যদিও এই পোস্টারগুলির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেই জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলি ।

    First published:

    Tags: Abvp, FAS, Jadavpur Universituy, JNU CrackDown, SFI, Student Agitation