• Home
 • »
 • News
 • »
 • uncategorized
 • »
 • তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ !

তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ !

আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খানকে লক্ষ্য করে গুলি চলে এদিন।

আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খানকে লক্ষ্য করে গুলি চলে এদিন।

আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খানকে লক্ষ্য করে গুলি চলে এদিন।

 • Share this:

  #আসানসোল: আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খানকে লক্ষ্য করে গুলি চলে এদিন।

  গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রানে বাঁচলেন ওই কাউন্সিলার।তবে এই ঘটনায় কাউন্সিলারের এক অনুগামী জখম হয়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকরের মানবেড়িয়ায়।  কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ ।

  তৃণমুল কংগ্রেসের কাউন্সিলর আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ খালিদ জানান এলাকায় কয়েকদিন ধরে চলছিল অবৈধ কয়লা , বালি-সহ বিভিন্ন অপরাধ মুলক কাজ । তিনি তারই প্রতিবাদ করছিলেন । মহম্মদ খালিদ আরও জানান, রাতে বাড়ির সামনে কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গল্প করছিলেন তিনি । সেসময় কয়েকজন দুস্কৃতি তাঁর উপর হামলা চালায় । গুলি তাঁকে না ছুলেও এক সহকর্মীর গায়ে লাগে । তাঁর সহকর্মীকে প্রাথমিক চিকিত্সা করে ছেড়ে দেয় চিকিত্সক। এই ঘটনার কুলটি থানার পুলিশ অভিযোগ পেয়ে দু’জন-কে গ্রেফতার করেছে । এলাকায় স্বভাবতই ছড়িয়েছে উত্তেজনা ।

  First published: