Home /News /uncategorized /
রান্নাঘর নিয়ে বিবাদ, খাবার পেল না ১০৩ জন পড়ুয়া !

রান্নাঘর নিয়ে বিবাদ, খাবার পেল না ১০৩ জন পড়ুয়া !

Representational Image

Representational Image

রান্না ঘরের তালার চাবি না পাওয়ায় খাবার পেল না ১০৩ জন পড়ুয়া।

 • Share this:

  #কাটোয়া: রান্নাঘরের তালার চাবি না পাওয়ায় খাবার পেল না ১০৩ জন পড়ুয়া। কাটোয়ার কাঠগোলা পাড়ার ১৯৬ নং আই সি ডি এস কেন্দ্রের ঘটনা।

  এই ঘটনার জেরে অভিভাবকরা স্কুলে এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখান। যদিও কাটোয়া কাঠগোলা পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘরেই ১৯৬ নং আই সি ডি এসের শিশু পড়ুয়াদের রান্না করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাফাই, ‘‘ স্কুলে গ্যাসে রান্না হচ্ছে নিরাপত্তার কারণে আমি আই সি ডি এসের কর্মীদের বলেছি একই ঘরে কাঠের জ্বালানি ব্যবহার করা যাবে না। আপনারা স্কুলের অন্য কোনও জায়গা রান্নার জন্য ব্যবহার করুন।’’

  যদিও আই সি ডি এস কর্মী কৃষ্ণা ঘোষ বলেন ‘‘ অনেক স্কুলেই তো গ্যাস এসেছে সেখানে কি করে একই ঘরে গ্যাস থাকা অবস্থায় কাঠের জ্বালনি ব্যবহার করছে। তাছাড়া এই রান্না ঘরের একটা চাবি আমার কাছে থাকে এবং অন্যটি প্রধান শিক্ষকের কাছে থাকে। আজ স্কুলে এসে দেখি রান্না ঘরে অন্য তালা লাগানো ।’’

  দু’পক্ষের এই চাপান-উতোরে ১৯৬ নং আই সি ডি এস কেন্দ্রের শিশুদের খাবার রান্না বন্ধ থাকবে বলে অভিভাবকরা মনে করছেন। সমস্যার সমাধানে কাটোয়া পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুর প্রধান অমর রাম।

  First published:

  Tags: Katwa, Mid Day Meal, কাটোয়া

  পরবর্তী খবর