#রাঁচি: প্রায় ১০ লক্ষের বেশি মানুষের আধার কার্ড নম্বর ডিজিটাল ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছে ৷ ঝাড়খণ্ড ডিরেক্টরেট অফ সোশ্যাল সোস্যাইটির একটি ওয়েবসাইটে এই ঘটনাটি ঘটেছে৷ জানা গিয়েছে, ওয়েবসাইটের কোনও একটি প্রোগ্রামিং এরর হওয়ায় সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷
এর জেরে ঝাড়খণ্ড বয়স্ক ভাতা যোজনার সুবিধাভোগীদের নাম, ঠিকানা, আধার নম্বর ও ব্যাঙ্কের তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷
ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড বয়স্ক ভাতা যোজনায় প্রায় ১.৬ মিলিয়ন সুবিধাভোগী রয়েছেন ৷ এদের মধ্যে প্রায় ১.৪ মিলিয়ন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে ৷ প্রতি মাসে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনসন পেয়ে যান ৷
তথ্য ফাঁস হয়ে যাওয়ার ফলে এবার থেকে ওই ওয়েবসাইটে যে কেউ লগ ইন করলেই লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য আঙুলের ডগায় পেয়ে যাবেন ৷ ইচ্ছে করলেই ওই তথ্য ব্যবহার করে অনলাইন ট্রানজ্যাকশন পর্যন্ত সেরে ফেলা যায়।
উল্লেখ্য,আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শীর্ষ আদালত ৷ কেন প্যান কার্ড তৈরির জন্য আধার বাধ্যতামূলক ? কেন্দ্রের কাছে শুক্রবার এই প্রশ্নের উত্তর চাইল শীর্ষ আদালত ৷ এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রের কাছে জানতে চাই যখন আধার কার্ডকে অপশনাল করার কথা বলা হয়েছিল তাহলে কেন্দ্র কী করে তাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar numbers published on Jharkhand, Aadhaar numbers published on Jharkhand govt website, Bengali News, Data breach, Old age pension scheme, Over a million Aadhaar numbers published, UIDAI