• Home
 • »
 • News
 • »
 • uncategorized
 • »
 • অমিত শাহের জন্য আজ মধ্যাহ্নভোজের বিশাল আয়োজন ! কী কী থাকছে মেনুতে ?

অমিত শাহের জন্য আজ মধ্যাহ্নভোজের বিশাল আয়োজন ! কী কী থাকছে মেনুতে ?

Photo: News18 Bangla

Photo: News18 Bangla

ভবানীপুরের বদলে আজ কাশীপুরে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।

 • Share this:

  #কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ধরতে ভোজন রাজনীতি চলছে অমিত শাহের। মঙ্গলবার দুপুরে আক্রান্ত পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শোনেন তাঁদের লড়াইয়ের কথা। এদিনও শাসকদলের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দেন তিনি। যদিও অমিতের বার্তাতেও সংশয় কাটছে না দলের অন্দরেই। পরে বিশিষ্টদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। আজ, বুধবার সকালে অমিত শাহের সঙ্গে আরএসএস নেতাদের বৈঠক রয়েছে ৷ পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে আরএসএস নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত ৷

  এদিকে ভোজন কর্মসূচিতে আচমকাই বদল বিজেপি সভাপতির। ভবানীপুরের বদলে আজ কাশীপুরে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। লকগেট রোডের ঘোষ বাগানে দলীয় কর্মী মানস সেনের বাড়িতে ভোজের এখন বিশাল আয়োজন হয়েছে। মেনুতে থাকছে পাঁচরকম ভাজা, শুক্তো, পোস্ত, ফুলকপির তরকারি। থাকছে পেঁপের চাটনি, দই-মিষ্টিও।

  অমিত শাহর বুধবারের মধ্যাহ্নভোজের মেনু

  গোবিন্দ ভোগ চালের ভাত উচ্ছে-বেগুন কাঁচকলা-ভেন্ডি ভাজা শুক্তো মুগ ডাল ঝিঙে-আলু পোস্ত আলু-ফুলকপির তরকারি পেপের চাটনি দই ও মিষ্টি

  মঙ্গলবার  কলকাতার আইসিসিআর-এ বুদ্ধিজীবীদের অনুষ্ঠানেও অংশ নেন অমিত শাহ। যদিও এদিনের অনুষ্ঠানে বড় মাপের কোনও বুদ্ধিজীবীকেই হাজির করতে পারেনি বিজেপি। তবে বুদ্ধিজীবীদের সামনে রেখেই বিজেপির জমি শক্ত করার কৌশল অমিত শাহর।  চেষ্টা সত্ত্বেও বড় অংশের বুদ্ধিজীবীরা বিজেপির থেকে দূরত্ব রাখছেন। এদিন তাঁদেরই পাশে পাওয়ার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

  First published: