#নয়াদিল্লি: নোট বাতিলের পর কেটে গিয়েছে দেড় মাসের বেশি ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ কার্ডের ব্যবহার ও ডিজিট্যাল পেমেন্টে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে নয়া উদ্যোগ নিয়েছে সরকার ৷ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আধার কার্ড অ্যাপ ৷ এবার থেকে আধার কার্ডের নম্বরের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন ৷ এর জন্য কেবল আপনার ফিঙ্গার প্রিন্ট লাগবে ৷ এই অ্যাপের জন্য স্মার্টফোনের দরকার পড়বে না ৷
আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে ৷ তবে যার কাছে পেমেন্ট করবেন তার কাছে স্মার্টফোন, নতুন এই অ্যাপ ও বায়োমেট্রিক স্ক্যানার থাকতে হবে ৷ তবে ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকে তাহলে বায়োমেট্রিক স্ক্যানার লাগবে না ৷
এই অ্যাপটি আসলে একটি ব্যাক এন্ড অপারেশন যা যে কোনও ব্যাঙ্ক ব্যবহার করা যেতে পারে ৷ এই মুহূর্তে কেবল আইডিএফসি এই অ্যাপটি জারি করেছে ৷ সবচেয়ে প্রথমে অন্ধ্রপ্রদেশে লঞ্চ করা হয় ৷ যার নাম ‘আইডিএফসি আধার অ্যাপ’ ৷
ইউআইডি, আইডিএফসি ব্যাঙ্ক ও এনপিসিআই একসঙ্গে এই অ্যাপটি তৈরি করেছে ৷ এই অ্যাপটি দোকানদারদের জন্য মূলত তৈরি করা হয়েছে ৷ স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷ আপাতত গুগল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে না ৷ এর জন্য আইডিএফসি ব্যাঙ্কের সাইটে যেতে ৷ প্লে স্টোরে যদি এরকম কোনও অ্যাপ দেখা যায় তাহলে বুঝবেন সেটা নকল অ্যাপ ৷
পেমেন্টের জন্য অ্যাপে আপনার আধার নম্বর ও ব্যাঙ্কের নাম দিতে হবে ৷ এরপর মোবাইলের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক স্ক্যানার আপনার ফিঙ্গার প্রিন্ট এন্ট্রি করুন ৷ আঙুলের ছাপের মাধ্যমে আপনার পরিচয় যাচাই করা হয়ে গেলে পেমেন্ট হয়ে যাবে ৷ লাগবে না কোনও কার্ড বা পিন নম্বর ৷
আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য লাগবে না কোনও সার্ভিস চার্জ ৷ গ্রাহক যদি নিজে ফোন না নিয়ে যায় তাহলেও পেমেন্ট করা সম্ভব ৷
এর জেরে ভবিষ্যতে কোনওরকম শপিং বা ট্রান্সজেকশনের জন্য নিজের সঙ্গে আর ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার আর দরকার নেই ৷ কেবল আধার নম্বরটি বলতে হবে ৷ এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে ৷
ভারতের ৯৩ শতাংশ নাগরিক ডিজিট্যাল পেমেন্ট কী তা জানেন না ৷ তাই নোট বাতিলের পর নগদ অপ্রতুলতায় সঙ্কটে পড়েছেন দেশবাসী ৷ তাই ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে এবার এই উদ্যোগ নিল সরকার ৷
যে কোন অনলাইন লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে এবং প্রতিটি লেনদেন নথিভুক্ত হয় ৷ তাই ক্যাশলেস লেনদেনে কোনওরকম হিসাব বহির্ভূত লেনদেন হওয়া প্রায় অসম্ভব ৷ এই পন্থায় কালো টাকার ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Account, Bengali News, Biometric scanner machine, Digital India, Digital payment transaction, ETV News Bangla, Fingerprint Sensor, Government, Payment, Promote, Smartphone