#নয়াদিল্লি: দেশজুড়ে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট ৷ জাতীয় সড়কের উপরেই সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক। আলোচনা করেও মেলেনি সমাধান সূত্র। অবরোধের জেরে রেশনে টান পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
জানা গিয়েছে, পণ্যবাহী গাড়ির বিমার প্রায় ৫০% প্রিমিয়াম বৃদ্ধি হয়েছে ৷ এর প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ ধর্মঘটে ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনও যোগ দিয়েছে ৷ ফলে দাম বাড়ার আশঙ্কা মাছ ও ডিম ফল-সবজির ৷
ট্রাক ধর্মঘটের জন্যে যেতে পারছে না খাদ্যসামগ্রী, মাছ, শাক সবজি সহ অন্যান্য জিনিস। বেশিদিন ট্রাকে থাকার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শাক সবজি, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস না গেলে একটা সময়ের পর, রেশনেও টান পড়ার সম্ভাবনা। বিপুল ক্ষতির কথা ভেবে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে ।
তবে আপাতত এই সব নিয়ে ভাবতে রাজি নয় ট্রাকঅ্যাসোসিয়েশনের সদস্যরা। এতেদিন নরমে গরমে অবরোধ হলেও, এবার ট্রাক চালকদের হুঁশিয়ারি,দাবি না মানলে অনির্দিষ্টকাল চলবে ট্রাক ধর্মঘট ৷