#হাওড়া: প্রথমে বেপরোয়া ট্রেলারের ধাক্কা। তারপর দুটি ট্রাক পিষে দিল হাওড়া ট্রাফিকের এক এএসআই-কে। সকালে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা মোড়ে এই দুর্ঘটনা দেখে শিউড়ে ওঠেন পথচারীরা। ঘটনাস্থলেই মারা যান এএসআই সুখেন্দু সরকার। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক ট্রেলার ও দুটি ট্রাকের নম্বর চিহ্নিত করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মোটরবাইকে ডিউটি করছিলেন হাওড়া ট্রাফিকের ASI সুখেন্দু সরকার।
কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা মোড়ে আচমকাই একটি ট্রেলার এসে ধাক্কা মারে সুখেন্দুকে। মোটরবাইক থেকে পড়ে যান তিনি। পিছন থেকে আসা দু'টি ট্রাক পর পর পিষে দেয় তাকে।
ঘাতক ট্রেলার ও দুটি ট্রাক ছ'নম্বর জাতীয় সড়কের দিকে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান সুখেন্দু সরকার। এলাকায় কোনও ট্রাফিক পুলিশ না থাকায় স্থানীয় বাসিন্দারাই দেহ নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে।
সুখেন্দু সরকার জগাছার জিআরপি কলোনির বাসিন্দা। সেখানে স্ত্রী ও দুই সন্তান থাকেন। কোনা এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনা নতুন নয়। ওই এলাকায় ট্রাফিকের হাল কতটা শোচনীয়, কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যুতে ফের তা প্রমাণিত হল।