#শ্রীনগর: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে টানা সাত ঘণ্টার লড়াইয়ে খতম লস্কর-এ-তৈবার দুই শীর্ষ নেতা। নিহতদের মধ্যে রয়েছে লস্কর কমান্ডার বশির লস্করি ও আজাদ দাদা। গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হন দুই সাধারণ নাগরিক। গুরুতর জখম আরও চার। জঙ্গিদের কবল থেকে ১৭ পণবন্দিকে উদ্ধার করা হয়েছে।
জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সেনা। শনিবার ভোর থেকে টানা গুলির লড়াইয়ে নিহত হল দুই মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি।
- অনন্তনাগের বাটপোরা এলাকার একটি বাড়িতে লুকিয়ে লস্কর-এ-তৈবার ২ জঙ্গি
- এই খবর পেয়ে শনিবার ভোররাতে তল্লাশি অভিযান শুরু করে সেনা
- গ্রামে বাহিনী পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই
- জঙ্গিরা ওই বাড়ির ১৭ জন সদস্যকে পণবন্দি করে ফেলে
গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হন দুই স্থানীয় বাসিন্দা। টানা সাত ঘণ্টা গুলির লড়াইয়ের পর নিহত হয় দুই জঙ্গি।
- গুলির লড়াইয়ে খতম হয় বশির লস্করি ও আজাদ দাদা নামে দুই জঙ্গি
- দু’জনেই কাশ্মীরের বাসিন্দা
- বশির লস্করি লস্কর-এ-তইবার কমান্ডার
- একাধিক হামলায় জড়িত বশির
- তার মাথার দাম ঘোষণা করা হয় ১০ লক্ষ টাকা
জম্মু-কাশ্মীরে হিংসা ছড়াতেই দায়িত্ব দেওয়া হয় বশিরকে। সেই ছক এবার ভেস্তে দিল বাহিনী।