#বীরভূম: অনুব্রত মণ্ডলকে থামানো যাচ্ছে না ৷ দলের তরফে তাঁর বিস্ফোরক মন্তব্যগুলিকে সেভাবে গুরুত্ব দেওয়া না হলেও মুখে একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷
এবার দলীয় কর্মীদের অনুব্রত নির্দেশ দিলেন , ‘‘ মহম্মদবাজারে কি করে ভোট করতে হয় আপনাদের জানা আছে, কেউ চোখ রাঙালে চোখ উপড়ে নেবেন, তারপর পাঁচামীর পাথর খাদানের পাথর লাগিয়ে দিন। রাজনগরের ভোটে আমাদের শিক্ষা হয়েছে, বিজেপি ঝাড়খন্ড থেকে দুষ্কৃতি এনে আমাদের কর্মী খুন করেছিল, ভোটের সময় মহম্মদবাজারে মাওবাদীরা এসে ঝামেলা পাকাবে - তার ব্যবস্থা হবে।’’
তিনি কখনও পুলিশকে বোমা মারতে চেয়েছেন ৷ বিরোধী নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ৷ কথায় অন্তত অনুব্রত মণ্ডলকে থামানো যাচ্ছে না ৷ তাঁর ‘শব্দচয়ন’ নিয়ে স্বভাবতই চিন্তায় দল তৃণমূল কংগ্রেসও ৷