#নয়াদিল্লি: ট্রেনে বা বিমানে সহযাত্রী মহিলার সামনে হস্তমৈথুনের ঘটনায় এখন আর অবাক হতে হয় না ৷ বরং প্রশ্ন জাগে কী করে মানুষের মধ্যে এমন ঘৃণ্য, পাশবিক, নিকৃষ্ট প্রবৃত্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ! কিছুদিন আগেই প্রকাশ্যে আসে মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনে দুর্ঘটনায় আহত যন্ত্রণায় কাতরাতে থাকা তরুণীও রক্ষা পাননি শ্লীলতাহানির হাত থেকে ৷ ঘেন্নায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া ৷ দোষীকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি ওঠে ৷ তাতেও যে কোনও কিছু বদলায়নি তা আরও একবার প্রমাণিত ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও আরও একবার এই প্রশ্ন তুলে দিয়েছে যে, কোন সমাজে বাস করছি আমরা? আর কোথায়ই বা সুরক্ষিত মেয়েরা? ফেসবুকে আপলোড হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের স্লিপার ক্লাসে বার্থে শুয়ে সর্বসমক্ষেই হস্তমৈথুন করছেন এক ব্যক্তি ৷ এমনকী ক্যামেরায় রেকর্ড হচ্ছে তাঁর পুরো কীর্তি বুঝতে পারা সত্ত্বেও নির্দ্বিধায় চলতে থাকে অশালীন কার্যকলাপ ৷
ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন এক মহিলা ৷ তিনি জানিয়েছেন, দিল্লি থেকে দেরাদুন যাওয়ার সময় ট্রেনে এমনই খারাপ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে তিনি ও তাঁর ভাগ্নি ৷ ট্রেনে উল্টো দিকে বার্থে শুয়ে ওই পুরুষ সহযাত্রী অপলকভাবে তাকিয়ে ছিলেন তাঁর ভাগ্নীর দিকে ৷ অন্যদিকে, গায়ে থাকা রেলের কম্বলের নীচে ব্যস্ত ছিল তাঁর হাত ৷ রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ওই মহিলা ও তাঁর ভাগ্নি ৷ লোকটির অঙ্গভঙ্গি দেখে পুরো বিষয়টি ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন মহিলার ভাগ্নি ৷ তাতেও না দমে লোকটি উল্টে ক্যামেরার দিকে তাকিয়ে কম্বলের চালিয়ে যেতে থাকেন তাঁর কার্যকলাপ ৷ পরে পুরো ভিডিওটি ফেসবুকে আপলোড করে দেন তিনি ৷
ভিডিওতে রীতিমতো স্পষ্ট অভিযুক্তের মুখ ৷ কিন্তু এর জন্য কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা অজানা ৷ তবে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ধিক্কার উঠতেই তা সরিয়ে ফেলা হয় ৷