#PulwamaAttack : বিতর্কিত মন্তব্যের জের ! পঞ্জাব বিধানসভায় সিধুর বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ

#PulwamaAttack : বিতর্কিত মন্তব্যের জের ! পঞ্জাব বিধানসভায় সিধুর বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ
নভজ্যোৎ সিং সিধু ৷ ফাইল ছবি ৷
  • Share this:

#অমৃতসর: পুলওয়ামা হামলার প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুর বিরুদ্ধে পঞ্জাব বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন অকালিদলের বিধায়কেরা ৷ বিধানসভায় এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিক্রম সিং মজিঠিয়া  ৷ দু'জনের মধ্যে শুরু হয় বাকযুদ্ধও পরে তা বচসার আকার নিয়েছে ৷

আরও পড়ুন : দিবারাত্রি হামলার মুখোমুখি ! একসঙ্গে ৭৬ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন

বিধানসভায় সিধু ও মজিঠিয়ার মধ্যে শুরু হয়েছিল অভিযোগ পাল্টা অভিযোগের পালা ৷ একে অপরের বিরুদ্ধে কটু শব্দ প্রয়োগ করতে থাকেন ৷ দুই নেতার মধ্যে বিরোধে বাজেট পেশ অনুষ্ঠান মুলতুবি হয়ে যায় ৷ সিধুর বিরুদ্ধে অকালিদলের সঙ্গে সঙ্গে আওয়াজ তুলেছিল বিজেপিও ৷

শুধু এখানেই শেষ নয় সিধুর পাক সফর নিয়েও কটাক্ষ করা হয়েছে ৷ দেশের সুরক্ষার সঙ্গে কোনও ভাবেই আপোস করা হবেনা বলে ওই নেতারা জানিয়েছেন সিধুকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে আগে ৷

First published: February 18, 2019, 1:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर