#হায়দরাবাদ: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আজই শেষদিন ৷ রাজস্থান এবং তেলেঙ্গানায় আজ সকাল থেকে শান্তিতেই চলছে ভোটগ্রহণ ৷ তবে, বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হিংসা নজরে এসেছে ৷ তেলেঙ্গানায় ভোট চলাকালীন দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন এক কংগ্রেস নেতা ৷
শুক্রবার সকাল থেকে তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ ভোট চলাকালীন আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে কালওয়াকুর্থী ভোট কেন্দ্র ৷ ভোটকেন্দ্রের সামনে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন কংগ্রেস প্রার্থী চল্লা ভমসী চন্দ রেড্ডি ৷ এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় চল্লাকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে ৷
গোটা ঘটনাটির জন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
#TelanaganaElections2018: Challa Vamshi Chand Reddy, Congress candidate from Kalwakurthy, Mahbubnagar was allegedly attacked by unknown miscreants earlier today. He was later shifted to Nizam's Institute of Medical Sciences (NIMS) Hospital, Hyderabad and is out of danger now. pic.twitter.com/bpgmAQBs5H
— ANI (@ANI) December 7, 2018