• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • নেটফ্লিক্সের চাপে দামি শো সরিয়ে দিল ইউটিউব

নেটফ্লিক্সের চাপে দামি শো সরিয়ে দিল ইউটিউব

photo: collected

photo: collected

 • Share this:
  নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের সঙ্গে প্রতিযোগিতায় পেরে না উঠে দামি ড্রামা, কমেডি শো তুলে দিল ইউটিউব৷ এবার থেকে ইউটিউবে আর দেখা যাবে না হলিউড সায়েন্স-ফিকশন ড্রামা অরিজিন বা কমেডি ওভারথিংকিং উইথ ক্যাট অ্যান্ড জুন৷ এই দুটি শো-এর প্রডিউসারদের নতুন প্ল্যাটফর্ম খুঁজে নিতে বলা হয়েছে৷ নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের তুলনায় ইউটিউবে হাই কোয়ালিটি প্রোডাকশন দেখতে খরচ অনেকটাই বেশি৷ ফলে এবার থেকে ইউটিউবে শুধুমাত্র ফ্রি শোগুলোই জায়গা পাবে৷ মিউজিক ও গেমের ওপরই বিনিয়োগের নয়া স্ট্রাটেজি নিয়েছে ইউটিউব৷ প্রতিযোগিতা শুরু হয় কয়েক বছর আগে নেটফ্লিক্স ডিভিডি-ডেলিভারি কোম্পানি থেকে বৃহত্তম হলিউড স্টুডিও হয়ে ওঠায়৷ এরপর প্রতিযোগিতা ধীরে ধীরে বাড়তে থাকায় ক্রমশই চাপের মুখে পড়তে থাকে ইউটিউব৷ অবশেষে এই নতুন স্ট্রাটেজি নিল ইউটিউব৷
  First published: