Xiaomi Mi 10i: বছর শুরুতেই ধামাকা নিয়ে হাজির হল মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi। কথা মতোই আজ বেলা ১২টার সময় লঞ্চ হল সংস্থার ২০২১ সালের প্রথম ফোন Mi 10i। ভারতের বাজারে দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে। সেল শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে।
ডিসেম্বরের শেষেই Xiaomi-র তরফে একটি টিজার লঞ্চ করে ফোনটি লঞ্চের ব্যাপারে আভাস দেওয়া হয়েছিল। তার পর থেকেই গুঞ্জন চলছিল যে, Mi 10 সিরিজেরই কোনও ফোন লঞ্চ করতে চলেছে তারা!
আজ বেলা ১২টার সময় ভার্চুয়ালি ফোনটি লঞ্চ করে Xiaomi। জানা যাচ্ছে তিন রকম ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যেতে চলেছে। একটি 6 GB RAM ও 64 GB ইন্টারনাল মেমোরি। যার দাম ২০ হাজার ৯৯৯ টাকা। দ্বিতীয়টি 6 GB RAM ও 128 GB ইন্টারনাল মেমোরি। যার দাম রাখা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। এবং সব শেষে 8 GB RAM ও 128 GB ইন্টারনাল মেমোরি যার দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।
Amazon-এ Mi 10i-র সেল শুরু হচ্ছে ৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে। তবে, ওই দিন সেল শুধুই প্রাইম মেম্বারদের খোলা হবে। ৮ তারিখ অর্থাৎ শুক্রবার বেলা ১২টা থেকে এই ফোনের সেল শুরু হবে বাকিদের জন্য।
এক নজরে Mi 10i-এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স-
১. দুর্দান্ত ব্য়াটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং অপশন পাওয়া যাচ্ছে Xiaomi-র এই ফোনে। ব্যাটারি রয়েছে 4,820 mAh। সংস্থার তরফে দাবি করা হচ্ছে, ০ থেকে মাত্র ৫৮ মিনিটেই ফোনটি ১০০ শতাংশ চার্জ হতে পারে।
২. ফোনটির দু'দিকেই রয়েছে গোরিলা গ্লাস। রয়েছে IR blaster ও এর IP 53-rated স্প্ল্যাশ প্রুফ।
৩. পুরনো Mi-এর ফোনগুলির মতো এতে 3.5 mm-এর জ্যাকই থাকছে।
৪. HDR, HDR 10 ও Widevine L1 সার্টিফায়েড ডিসপ্লে থাকছে এতে।
৫. প্রসেসরের দিকটিও বেশ মজবুত রেখেছে Mi। গেমারদের জন্য অত্যন্ত ভালো একটি ফোন। রয়েছে 750G SoC কোয়ালকম স্ন্যাপড্র্যাগন প্রসেসর। যার চিপসেট 120 fps পর্যন্ত গেমিং অ্যালাও করতে পারে।
৬. টিজারেই বোঝা গিয়েছিল, ক্যামেরায় কোনও কমপ্রোমাইজ করছে না Mi। কথা মতোই 108 MP মেইন ক্যামেরা থাকছে এই ফোনে। সঙ্গে রয়েছে 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর, রয়েছে ম্যাক্রো ও ডেপথ সেন্সরও। থাকছে ISO ফিচার। এর সেলফি ক্যামেরা 16 MP-এর ও ফুল HD ভিডিও রেকর্ডিংয়ের সুবিধেও পাওয়া যাচ্ছে। 4k রেজলিউশন ভিডিও রেকর্ডিংয়ের অপশনও থাকবে।
৭. প্যাসিফিক ব্লু, আটলান্টিক ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে ফোনটি।
শুধু Mi 10i -ই নয়, সম্প্রতি Mi 10 সিরিজের একাধিক ফোন লঞ্চ করেছে Xiaomi। vanilla Mi 10, Mi 10T, ও Mi 10T Pro রয়েছে এর মধ্যে।