corona virus btn
corona virus btn
Loading

ক্রেডিট কার্ডের সাইজে ভারতে লঞ্চ হল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোন !

ক্রেডিট কার্ডের সাইজে ভারতে লঞ্চ হল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোন !

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোন লঞ্চ করা হল ভারতে ৷

  • Share this:

#নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোন লঞ্চ করা হল ভারতে ৷ বৃহস্পতিবার রাশিয়ান সংস্থা Elari ক্রেডিটা কার্ডের সাইজে ন্যানো ফোন সি নিয়ে এল ভারতীয় বাজারে ৷ অনলাইন কমার্স সাইট Yerha.com নতুন ফোন লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছে ৷

অত্যন্ত স্টাইলিশ এই ফোনটিকে বলা হচ্ছে 'অ্যান্টি-স্মার্ট'। ফোনটিতে রয়েছে স্মার্টফোনের ফিচার্স ৷ পাশপাশি যে ফিচার্সের দরকার নেই তা অপনি ডিসকানেক্ট করে রাখতে পারেন ৷ বারতে ফোনটির মূল্য মাত্র ৩৪৯০ টাকা ৷

কী কী ফিচার্স রয়েছে ফোনটিতে দেখে নিন

ফোনে রয়েছে MP3 player, FM radio, ভয়েস ও রেকর্ডিং ব্যবস্থা

রয়েছে ৩.৫mm হেড ফোন জ্যাক ও মাইক্রো USB পোর্ট

ফোন কলের জন্য রয়েছে GSM কানেক্টিভিটি

ব্লুটুথের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও iOS ফোনে কানেক্ট করা যাবে

ওজনে মাত্র ৩০ গ্রাম

কালো, লাল, সোনালি ও রপোলি এই চারটি রঙে মিলবে হ্যান্ডসেটটি

রয়েছে ডুয়াল সিম

First published: July 15, 2017, 2:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर