#কলকাতা: ফেসবুকে নতুন নতুন ইমোজি বা রিয়্যাকশন মাঝেমধ্যেই এসে থাকে ৷ তবে সেটা কোনও বিশেষ দিনে ৷ নাহলে লাইকের সঙ্গে সেই ‘লভ’, ‘হাহা’, ‘স্যাড’, ‘ওয়াও’ বা ‘অ্যাঙ্গরি’ রিয়্যাকশনই ফেসবুক ব্যবহারকারীদের প্রত্যেকদিনের সঙ্গী ৷ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় এমন খবর চাউর হয়ে যায় যে ফেসবুকের রিয়্যাকশন তালিকায় নতুন ‘এরোপ্লেন’ ইমোজি যোগ হয়েছে ৷ যা পেতে হলে অ্যানড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ আপডেট করার পরে লাইন বাটন প্রেস করে হোল্ড করে থাকতে হবে।
এমন খবর চাউর হতেই হইচই পড়ে যায় সর্বত্র ৷ ‘স্যাড’, ‘অ্যাংগ্রি’, ‘হাহা’, ‘ওয়াও’, ‘লভ’ এই রিয়্যাকশনগুলি এতদিন দেখে অভ্যস্ত মানুষ ৷ এবার আবার এরোপ্লেন ইমোজি কোথা থেকে এল ? এই রিয়্যাকশন পেতে হলে নাকি অ্যানড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ আপডেট করার পরে লাইন বাটন প্রেস করে হোল্ড করে থাকতে হবে। সেখানে পাওয়া যাবে অতিরিক্ত একটি অ্যাংরি ইমোজি ৷ তাতে ক্লিক করলেই পাওয়া যাবে নতুন ইমোজি এরোপ্লেন ৷ এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ফেসবুকের পক্ষ থেকে অবশ্য সরকারিভাবে এবিষয় কিছুই জানানো হয়নি ৷ তবে বিষয়টি এমনভাবে রটে যায়, যাতে বিভ্রান্তি ছড়ায় সর্বত্র ৷ অনেকেই নাকি ফেসবুকে এরোপ্লেন রিয়্যাকশন ব্যবহার করতে পারছেন এমন কথা পোস্ট করা হয় ৷ তা দেখে বাকী অনেকেই অনেক চেষ্টা করেও কোনও ‘বিমান রিয়্যাকশন’ অবশ্য খুঁজে পাননি ৷ তবে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী এটা একটা ‘বাগ’ ৷ যা অনেকেই হয়তো দেখে থাকতে পারেন ৷ কিন্তু এমন ইমোজি রিয়্যাকশন লিস্টে অ্যাড করার কথা কখনই ঘোষণা করেনি ফেসবুক ৷
You can plane react on Facebook for some reason pic.twitter.com/7VQ9A2ryZ7
— Sara (@Sarafromschool) July 31, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airplane Emoji, Facebook, Facebook Emoji