#নয়াদিল্লি: আপনারও কি কাল রাত থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) কারুর ‘লাস্ট সিন’ দেখেতে পাচ্ছেন না ? এমনকি, কেউ অনলাইন আছে কি না সেটাও বুঝতে পারছেন না ? ভয় নেই আপনার ফোন খারাপ হয় নি আর অ্যাপ ডিলিট বা আনইন্সটল করারও দরকার নেই। এটা শুধু আপনার একআর সমস্যা নয়, কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই অসুবিধা হচ্ছে। আসলে সমস্যাটা হয়েছে হোয়াটসঅ্যাপের।
গত কাল রাতে হোয়াটসঅ্যাপে একটি খামতির কারণে ব্যবহারকারী লাস্ট সিন আর অনলাইন দেখতে পাচ্ছিলেন না। এই দুটি ফিচারই অ্যাপের প্রাইভেসি সেটিংসের অংশ। শুধু ভারতেই নয়, ব্রিটেন, ইউরোপ এবং এশিয়ার বিশাল একটা অংশে সমস্যার মুখে পড়েছে হোয়াটসঅ্যাপ।
এই বিষয়ে WABetaInfo ট্যুইট করে জানায় যে, 'হোয়াটসঅ্যাপ uninstall করার কোনও দরকার দেই, কারণ ব্যবহারকারী ফের লগ ইন করতে পাড়বে না। আমরা সমস্যাটিকে ঠিক করার চেষ্টা করছি।' এর পরেও বেশ কিছু সময়ের জন্য এই সমস্যাটি চলতে থাকে। ফের একবার WABetaInfo ট্যুইট করে জানায় যে, 'হোয়াটসঅ্যাপের লাস্ট সিন, অনলাইন আর রেজিস্ট্রেশনে একটি সমস্যা দেখা দিয়েছে। আর এটাও জানিয়ে দেয় যে এর কারণ হচ্ছে একটি বাগ যা সার্ভারে পাওয়া গিয়েছে।
DO NOT UNINSTALL WHATSAPP: you won't be able to log in! We're looking for a fix from @WhatsApp
— WABetaInfo (@WABetaInfo) June 19, 2020
There isn't a fix now for last seen at and the online status. It's taking a long time, please be patient. We need to wait for a server-side fix from @WhatsApp. The good news is that you can still use WhatsApp without the last seen and the online status thing. #whatsappdown https://t.co/HkHMOv0hT4
— WABetaInfo (@WABetaInfo) June 19, 2020
হোয়াটসঅ্যাপের সেটিংস খুললে একটি পপ আপ মেসেজ দেখা যাচ্ছিল, যাতে দেখা ছিল, ‘ WhatsApp is temporarily unavailable. Please try again in 5 minutes’। হোয়াটসঅ্যাপের এই সমস্যা নিয়ে ততখনে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। মুহূর্তের মধ্যে ট্যুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে যায় #হোয়াটসঅ্যাপডাউন।
We can’t change WhatsApp settings on `My contacts’ for last seen. And we can’t even see online status and typing notification on the bar. #WhatsApp #WhatsAppDown pic.twitter.com/tB3NZn2yML
— Ritika (@ritika_ok) June 19, 2020
Is anyone else facing this problem?#WhatsAppDown pic.twitter.com/QopQ2sdDDL
— airraaaaaaa (@gymkarle) June 19, 2020
#WhatsappDown Who else is facing the issue ? Can't see Last seen or Activity status :/ pic.twitter.com/LIB0tfllSu
— Sneha Mohanty (@snehamohanty09) June 19, 2020
People who keep their last seen hidden must not be even aware about this #WhatsAppDown #WhatsApp. pic.twitter.com/lRL5S1KKQ3
— Shoaib (@Shoaibksays) June 19, 2020
WhatsApp has fixed all issues now: enjoy spying last seen and online status now! #whatsappdown https://t.co/kXblWaZs4p
— WABetaInfo (@WABetaInfo) June 19, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp