হোম /খবর /প্রযুক্তি /
Whatsapp-এ আসছে নয়া আপডেট! ছবি থেকে মুছে ফেলা যাবে টেক্সট

Whatsapp-এ আসছে নয়া আপডেট! ছবি থেকে মুছে ফেলা যাবে টেক্সট

WhatsApp New feature Update: ‘ভিউ ওয়ান্স’ মোডে ছবিতে কাজ করবে না এই ফিচার।

  • Share this:

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Whatsapp ছাড়া এই মুহূর্তে প্রায় অচল পৃথিবী। এটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পারিবারিক যোগাযোগ হোক বা অফিসের গুরুত্বপূর্ণ কাজ—সর্বত্রই প্রয়োজনীয় হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।

ব্যবহারকারীদের নিরন্তর সুবিধা দিতে, নিজের পরিষেবা আরও উন্নত করতে, Meta-মালিকানাধীন সংস্থা Whatsapp তার প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচার আনছে বহু দিন ধরেই। বর্তমানে আরও একটি নতুন ফিচার এনেছে সংস্থাটি। তবে তা iOS ব্যবহারকারীদের জন্য। জানা গিয়েছে এই নতুন ফিচারের নাম টেক্সট ডিটেনশন ফিচার। অ্যাপটির নতুন সংস্করণের সাহায্যে iOS ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন, যেখানে যে কোনও শেয়ার করা ফোটো থেকে ‘টেক্সট’-এর প্রতিলিপি (কপি) করা যাবে।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

তবে এটি কিন্তু Whatsapp-এর নতুন বিটা আপডেট ভার্সনের অংশ নয় একেবারেই। বরং এই ফিচার আসছে প্ল্যাটফর্মটির নিয়মিত গ্রাহকদের জন্য। WbBetaInfo-র তরফ থেকে ইতিমধ্যেই এই ফিচারটির বিশদ বিবরণ শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে, যেসমস্ত ব্যবহারকারী ২৩.৫.৭৭ সংস্করণ আপডেট করেছেন, শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন।

যদি কোনও iOS ব্যবহারকারী তাঁর ডিভাইসে এই ফিচারটি ব্যবহার করতে না পারেন, তাহলে তাঁকে অ্যাপ স্টোরে গিয়ে WhatsApp আপডেট করতে হবে। এর পরেই নতুন ফিচার ব্যবহার করা সম্ভব হবে।

আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না

যদিও ‘ভিউ ওয়ান্স’ মোডে ছবিতে কাজ করবে না এই ফিচার। টেক্সট ডিটেনশন ফিচারে যদি কোনও ব্যবহারকারী যদি কোনও ছবিতে লেখা কোনও টেক্সট মুছতে চান বা তা কপি করে নিয়ে চান তা হলে সাহায্য করবে এই নতুন ফিচার। এজন্য অপশন থাকবে। সেখানে ক্লিক করে নির্দিষ্ট ছবি থেকে টেক্সট মুছে ফেলা বা কপি করা সম্ভব হবে। কিন্তু ‘ভিউ ওয়ান্স’ মোডে পাঠানো কোনও ছবির ক্ষেত্রে এটি সম্ভব হবে না।

শুধু এটুকুই নয়। Whatsapp আরও ২১টি নতুন ইমোজি রোল আউট করছে বলে জানা গিয়েছে। Whatsapp কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য ২১টি নতুন ইমোজি নিয়ে আসছে৷ জানা গিয়েছে, এই ২১টি ইমোজি পাঠাতে ব্যবহারকারীদের অন্য কোনও কি-বোর্ড ডাউনলোড করে নিজেদের ফোনে ব্যবহার করতে হবে না। এই ইমোজিগুলি সরাসরি অফিসিয়াল Whatsapp কি-বোর্ড থেকে পাঠানো যেতে পারে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Whatsapp