#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একটি নতুন ফিচারের উপর কাজ করছে হোয়াটসঅ্যাপ। WABetaInfo অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার বিটা টেস্টিং করছে যা QR কোড স্ক্যানের সঙ্গে জড়িত।
এবার কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট শেয়ার করা যাবে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, QR কোড স্ক্যান সবার প্রথমে iOS-এর বিটা ভার্সনে লঞ্চ করা হয়েছিল। এবার অ্যান্ড্র্য়েড বিটা ভার্সানে এই ফিচারটি যোগ হয়েছে। এই ফিচারটি 2.20.171 আপডেটের মাধ্যমে পৌঁছে যাবে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীরা নামের ঠিক সামনে ডানদিকে অ্যাপ্লিকেশনটির সেটিংস বিভাগে তাদের নিজস্ব কাস্টম কিউআর কোডটি দেখতে পাড়বেন।
WhatsApp beta for Android 2.20.171: what's new?
— WABetaInfo (@WABetaInfo) May 21, 2020
WhatsApp is finally rolling out the support for QR Codes for beta testers! https://t.co/ZTR32Mm5Qb
যে বিটা ইউজাররা এই ফিচারটিকে অন করে রেখেছেন, তাঁরা নিজেদের কিউআর কোড অন্যদের দেখাতে পাড়বেন আর অন্যদের হোয়াটসঅ্যাপ কিউআর কোড স্ক্যান করতে পাড়বেন। বিটা নোটসে উল্লেখ করা রয়েছে যে, যদি কোনও ব্যবহারকারী নিজের নম্বর শেয়ার করতে না ছাড় তাহলে সে কিউআর কোড বাতিল করে দিতে পারে।
যদিও এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে এই ফিচারটি কবে স্টেবেল ভার্সনে সবার জন্য লঞ্চ করা হবে কিন্তু আশা করা হচ্ছে যে আগামী কিছু দিনের মধ্যেই সমস্ত ব্যবহারকারীরদের আছে এই ফিচারটি পৌঁছে দেবে হোয়াটসঅ্যাপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।