Home /News /technology /

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা এ বার যাচ্ছে ফেসবুকের হাতে! কোনও তথ্যই আর সুরক্ষিত নয়

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা এ বার যাচ্ছে ফেসবুকের হাতে! কোনও তথ্যই আর সুরক্ষিত নয়

এক্ষেত্রে মালিকানাধীন সংস্থা ফেসবুক (Facebook) ও তার অধীনস্থ অন্য অ্যাপেও শেয়ার হবে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা। এর পাশাপাশি সব সময়ে ব্যবহারকারীর লোকেশন ডেটাও ট্র্যাক করতে পারবে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক বিবৃতিতে একথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এক্ষেত্রে যদি কেউ লোকেশন বন্ধ রাখে, তা হলেও তার IP অ্যাড্রেস থেকে লোকেশন ডেটা কালেক্ট করতে পারবে এই সংস্থা। এর পর থেকেই এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। গোপনীয়তা ভঙ্গের আতঙ্কে ভুগছেন অনেকে। আর এই সুযোগে সিগন্যাল নিয়ে ক্রমেই কৌতূহল বাড়ছে গ্রাহকদের মনে।

এক্ষেত্রে মালিকানাধীন সংস্থা ফেসবুক (Facebook) ও তার অধীনস্থ অন্য অ্যাপেও শেয়ার হবে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা। এর পাশাপাশি সব সময়ে ব্যবহারকারীর লোকেশন ডেটাও ট্র্যাক করতে পারবে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক বিবৃতিতে একথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এক্ষেত্রে যদি কেউ লোকেশন বন্ধ রাখে, তা হলেও তার IP অ্যাড্রেস থেকে লোকেশন ডেটা কালেক্ট করতে পারবে এই সংস্থা। এর পর থেকেই এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। গোপনীয়তা ভঙ্গের আতঙ্কে ভুগছেন অনেকে। আর এই সুযোগে সিগন্যাল নিয়ে ক্রমেই কৌতূহল বাড়ছে গ্রাহকদের মনে।

এন্ড টু এন্ড এনক্রিপশন-কেই এ বার বদলে ফেলতে চলেছে হোয়াসঅ্যাপ । অর্থাৎ গ্রাহকদের সমস্ত গোপন তথ্য এ বার থেকে আর সুরক্ষা কবচের মধ্যে আটকে থাকবে না ।

 • Share this:

  #কলকাতা: গোপনও কথাটি সম্ভবত আর গোপনে থাকছে না । নতুন বছরে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে হোয়াটসঅ্যাপ । গ্রাহকদের কাছে যে কারণে হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল, সেই এন্ড টু এন্ড এনক্রিপশন-কেই এ বার বদলে ফেলতে চলেছে হোয়াসঅ্যাপ । অর্থাৎ গ্রাহকদের সমস্ত গোপন তথ্য এ বার থেকে আর সুরক্ষা কবচের মধ্যে আটকে থাকবে না । বরং তা চলে যাবে হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা ফেসবুকের হাতে ।

  অ্যান্ড্রয়েড বা আইওএস, উভয় অপারেটিং সিস্টেমে চলা ফোনেই এই নতুন পরিবর্তনটি আনছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে সম্মতি জানানোর একটি অপশন আসছে । ৮ ফেব্রুয়ারি সম্মতি জানানোর শেষ তারিখ । সম্মতি দিলে তিনটি পরিবর্তনের কথা উল্ল্যেখ করা হচ্ছে । এক, হোয়াটসঅ্যাপ পরিষেবা ও আপনার তথ্য আমরা যে ভাবে ‘প্রসেস’ করি। দুই, ব্যবসা প্রতিষ্ঠানগুলি কী ভাবে ফেসবুকের পরিষেবাগুলি ও হোয়াটসঅ্যাপ চ্যাট সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে। তিন, ফেসবুকের সঙ্গে আমাদের অংশীদারি কী রকম, কী ভাবে ফেসবুকের অন্যান্য প্রোডাক্টকে আমরা তথ্য জোগাই।

  আসলে ফেসবুক চাইছে আর্থিক লেনদেনের মধ্যে মাথা গলাতে । আর লেনদেনের বিষয়ে কথা চালাচালি হয় হোয়াটসঅ্যাপে । হোয়াটসঅ্যাপের সেই বার্তাকেই যদি চিহ্নিত করতে পারে ফেসবুক, তা হলে তাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে । হোয়াটসঅ্যাপ এ বার সরাসরিই জানিয়ে দিচ্ছে, গ্রাহকদের নাম, ফোন নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিময়ের ধরনধারণ, লেনদেনদেনের তথ্য এবং আরও কিছু তারা এ বার থেকে ফেসবুকের অন্য সংস্থাগুলির সঙ্গে ভাগ করে নেবে। কখনও সরাসরি। কখনও অনুমতি নিয়ে।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Facebook, Whatsapp

  পরবর্তী খবর