#নয়াদিল্লি: দিন কয়েক আগেই চ্যাট মিউট করার জন্য নতুন ফিচার এনেছিল WhatsApp। এ বার আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল এই চ্যাটিং প্ল্যাটফর্ম। WhatsApp-এর তরফে জানানো হয়েছে, শীঘ্রই আসছে Disappearing Messages ফিচার। এ ক্ষেত্রে একবার এই ফিচার এনেবল হয়ে গেলে কোনও ইনডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটে পাঠানো নতুন মেসেজগুলি সাতদিনের পরই ডিজ-অ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে। তবে এনেবল হওয়ার আগে পাঠানো মেসেজগুলিতে কাজ করবে না এই ফিচার। WhatsApp জানাচ্ছে, ওয়েব, অ্যান্ড্রয়েড, iOS ও KaiOS সবক'টি ভার্সনেই আসছে এই ফিচার।এই Disappearing Messages ফিচারটি শুধুমাত্র টেক্সট নয়, যে কোনও মাল্টি-মিডিয়া ফাইল অর্থাৎ ছবি বা ভিডিওর ক্ষেত্রেও কাজ করবে। তবে এই Disappearing Messages যদি কোনও চ্যাটে ফরওয়ার্ড করা হয় তা হলে ফরওয়ার্ড হওয়া মেসেজটি কিন্তু দেখাবে না। একই ভাবে যদি কোনও ব্যবহারকারী একটি মেসেজ ডিজ-অ্যাপিয়ার হওয়ার আগেই ব্যাকআপ নিয়ে নেন, তা হলে Disappearing Messages নিজে থেকেই ব্যাকআপে অংশগ্রহণ করবে।একই সেটিংস থাকলে একটি ছবি বা ভিডিও অন্য কাউকে পাঠালেও একই রকম ভাবে কাজ করবে এই Disappearing Messages ফিচারটি। এ ক্ষেত্রে অটো ডাউনলোড অন থাকলে গ্যালারিতে সেভ হয়ে যাবে ফাইলটি। কিন্তু ওই নির্দিষ্ট চ্যাট থেকে অদৃশ্য হয়ে যাবে। WhatsApp-এর তরফে আরও জানানো হয়েছে, সাধারণত যখন আপনি একটি মেসেজের রিপ্লাই দেন, তখন আগের মেসেজটি কোট হয়ে যায়। এ ক্ষেত্রে যদি আপনি একটি Disappearing Messages-এর রিপ্লাই দেন, তা হলে সাতদিন পরও চ্যাটে থেকে যাবে কোটেড টেক্সটি।