হোম /খবর /প্রযুক্তি /
WhatsApp-এ ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় এবার থাকছে পজ করার সুবিধা, আসছে আরও ফিচার!

WhatsApp-এ ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় এবার থাকছে পজ করার সুবিধা, আসছে আরও ফিচার!

ইউজাররা ভয়েস মেসেজ রেকর্ডিং করার সময় যে কোনও জায়গায় সেটি আটকাতে পারবেন নিজেদের সুবিধা অনুযায়ী।

  • Share this:

#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp বেশ কয়েকদিন ধরেই লঞ্চ করে চলেছে নানা ধরনের নতুন ফিচার। ইউজারদের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে নতুন নতুন ফিচার। WhatsApp-এর তরফে আরও নানা ধরনের ফিচার নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি জানা গিয়েছে যে WhatsApp লঞ্চ করতে চলেছে কয়েকটি নতুন ফিচার, যেমন- ইউজাররা ভয়েস রেকর্ডিংয়ের মাঝে সেটা আটকাতে পারবে। এর মাধ্যমে ইউজাররা সহজেই স্পষ্ট এবং সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাতে পারবে। এখন ভয়েস মেসেজ পাঠানোর সময় ইউজাররা মাঝে কোনও বিরতি নিতে পারে না, ইউজারদের একটানা ভয়েস মেসেজ রেকর্ড করতে হয় মাঝে না থেমে। কিন্তু WhatsApp-এর এই নতুন ফিচারের ফলে ইউজারদের আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।

WhatsApp-এর এই নতুন ভয়েস মেসেজ ফিচার আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) দু'টিতেই কাজ করবে। WhatsApp বেটা-র (WhatsApp beta) মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে এই নতুন ফিচার কাজ করবে, যার কাজ এখনও চলছে। WhatsApp-এর ইউজাররা নতুন ফিচারের মাধ্যমে একটি নতুন বাটনের সুবিধা পাবে। এর দ্বারা ইউজাররা ভয়েস মেসেজ রেকর্ডিং করার সময় যে কোনও জায়গায় সেটি আটকাতে পারবে নিজেদের সুবিধা অনুযায়ী। এই বাটনটি ডানদিকে নিচে রয়েছে। এছাড়াও বাঁদিকে রয়েছে ডিলিটের অপশন। এর ফলে ইউজাররা এই নতুন ফিচারের ব্যবহার করে ভয়েস রেকর্ডিং করার সময় সেটা পজ (Pause) করতে পারবে।

আরও পড়ুন- মেশিন ছেড়ে উঠলেই লক হবে আপনা-আপনি, উইন্ডোজ ১০ ও ১১ -য় কী করতে হবে?

এছাড়াও WhatsApp-এর তরফে লঞ্চ করা হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট ব্যাক আপ (end-to-end encrypted chat backups)। ফেসবুকের (Facebook) তরফে আগের বছরেই লঞ্চ করা হয়েছে এই ফিচার। এর মাধ্যমে ফেসবুকের ইউজাররা পাসওয়ার্ড সহ ৬৪-বিট এনক্রিপ্সন কি (64-bit encryption key) এবং ক্লাউড-বেসড কি (cloud-based key)-র সুবিধা পায়। WhatsApp-এর তরফেও তাদের ইউজারদের জন্য লঞ্চ করা হয়েছে এই ফিচার। এর মাধ্যমে ইউজাররা এন্ড-টু-এন্ড এনক্রিপ্সন (end-to-end encryption) এবং সিকিউরিটির সুবিধা পাবে।

প্রসঙ্গত, এই সবের মধ্যেই WhatsApp, Facebook, Instagram গ্লোবাল আউটেজ (Global Outage) সমস্যার সম্মুখীন হয়। এর ফলে পুরো বিশ্বেই তাদের ইউজাররা সমস্যায় পড়ে। বেশ কিছুক্ষণ সময় ধরে এই অ্যাপগুলো কোনও কাজ করছিল না। সেই সময় ফেসবুক মেসেঞ্জারেও কোনও মেসেজ সেন্ড করা যায়নি। ইউজাররা যেন ভবিষ্যতে এমন সমস্যায় না পড়ে, তার জন্য এই সকল অ্যাপে নিয়ে আসা হচ্ছে নতুন নতুন সব ফিচার বলে জানা গিয়েছে।

Published by:Suman Majumder
First published:

Tags: Whatsapp, Whatsapp New Feature