• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • হোয়াটসঅ্যাপের পুজোর উপহার

হোয়াটসঅ্যাপের পুজোর উপহার

দুর্গাপুজো শুরুর আগেই জেন ওয়াইকে এক অসাধারণ উপহার দিল হোয়াটসঅ্যাপ ৷

দুর্গাপুজো শুরুর আগেই জেন ওয়াইকে এক অসাধারণ উপহার দিল হোয়াটসঅ্যাপ ৷

দুর্গাপুজো শুরুর আগেই জেন ওয়াইকে এক অসাধারণ উপহার দিল হোয়াটসঅ্যাপ ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ক্যালিফোর্নিয়া: দুর্গাপুজো শুরুর আগেই জেন ওয়াইকে এক অসাধারণ উপহার দিল হোয়াটসঅ্যাপ ৷ জেন ওয়াইয়ের মধ্যে সব থেকে পপুলার চ্যাটিং অ্যাপ এবার এমন কিছু ফিচার্স এনেছে, যা পাল্টে দেবে দুর্গাপুজোর অনুভূতি ৷ অনুরূপার পুজো সেলফি থেকে ম্যাডক্সে কৌস্তভদের পুরনো গ্রুপ মিটিংয়ের বিরল মুহূর্তের ভিডিও এবার আলাদা মাত্রা পাবে হোয়াটসঅ্যাপে ৷

  হোয়াটসঅ্যাপের নয়া ফিচার সম্পর্কে এক ব্লগস্পটে সংস্থার তরফে জানানো হয়েছে যে, এবার থেকে হোয়াটস অ্যাপে পাঠানো ভিডিও বা ছবি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে ৷ কোনও ভিডিও বা ফটো কোনও বন্ধু বা গ্রুপে পাঠানোর সময় স্পেশাল এডিটিং টুলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ ভিডিও বা ফটোর উপর নিজের ইচ্ছা মত কিছু মেসেজ লিখতে পারবেন সেন্ডার ৷ যোগ করা যাবে মজার ইমোজি-স্টিকার ৷

  হোয়াটস অ্যাপের মাধ্যমে ডাইরেক্ট কোনও ফটো বা ভিডিও তোলা হলে তা পাঠানোর আগেই স্ক্রিনের উপর এডিটিং টুল ভেসে উঠবে ৷ যার সাহায্যে ইউজার ইচ্ছেমত ফটো বা ভিডিওটি কাস্টমাইজ করে নিতে পারবেন ৷

  শুধু তাই ক্যামেরা অপশনটিও আরও উন্নত করা হয়েছে হোয়াটস অ্যাপের আপডেটেড অ্যাপসে ৷ এবার থেকে এই অ্যাপসে সেলফি উঠবে আরও ঝকঝকে ৷ কারণ- মোবাইলের ফ্রন্ট ক্যামেরার ফ্ল্যাশিং অপশনের সাপোর্ট পাবে হোয়াটস অ্যাপ ৷ এছাড়াও কম আলোতেও ছবি যাতে আরও ভালো ওঠে তার জন্য হোয়াটস ক্যামেরা নিজেকে অটোমেটিক অ্যাডজাস্ট করবে ৷ একই সঙ্গে কম আলোয় বা রাতে হোয়াটস অ্যাপ ক্রিন আপনাআপনি উজ্জ্বল হয়ে উঠবে ৷ ফলে চ্যাট করতে বা ছবি তুলতে কোনও অসুবিধাই নেই ৷

  মঙ্গলবার থেকেই অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটস অ্যাপের নতুন ফিচারগুলি পাওয়া যাচ্ছে ৷ তবে আইফোনে এই ফিচারস আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

  First published: