#নয়াদিল্লি: ১৭ বছরের অপেক্ষার শেষে চালু হল এক দেশ এক কর। ১৯৪৭ সালের পর ২০১৭। ৭০ বছর পর আবারও সংসদে মধ্যরাতের অধিবেশন। আবারও রচিত ইতিহাস ৷ মধ্যরাতের অধিবেশনে সংসদের সেন্ট্রাল হলে অ্যাপের মাধ্যমে চালু হল GST অর্থাৎ Goods and Services Tax ৷
এরই সঙ্গে ১৭ ধরনের ট্যাক্স ও ২৩ ধরনের সেস-এর অবসান ঘটিয়ে লাগু হল GST ৷ পাঁচশোরও বেশি করের ধার ঘুচিয়ে এখন এক দেশ এক কর এক বাজার ৷ কিন্তু জিএসটি চালুর পর থেকেই নতুন কর ব্যবস্থা নিয়ে ধোঁয়াশায় ক্রেতা থেকে বিক্রেতা ৷ কোন জিনিসের কী হারে দাম নেওয়া হবে? কোন জিনিসের দাম কতটা বাড়বে বা কমবে? সংসার খরচ কী আরও বাড়বে? আশঙ্কার দোলাচলে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই।
এরই মাঝে গ্রাহকদের জন্য খুশির খবর নিয়ে এল দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সংস্থা ভোডাফোন ৷ এতদিন পর্যন্ত ১৮৭ টাকায় ১ জিবি ৩ জি বা ৪জি ডেটা ব্যবহারের সুয়গ পেতেন গ্রাহকরা ৷ কিন্তু নতুন অফারে ওই খরচেই গ্রাহকরা পেয়ে যাবেন ২ জিবি ৩জি-৪জি ডেটা ৷ অফারটি ভ্যালিডিটি ২৮ দিনের জন্য ৷ তবে আপনার নম্বরে এই অফার বৈধ কিনা তা আগে কাস্টোমার কেয়ারে ফোন করে জেনে নিন ৷ তারপরই রিচার্জ করুন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Data wars, Tariff Wars, Vodafone, Vodafone New Offer