#নয়াদিল্লি: জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন ৷ টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ এবার ফের গ্রাহকদের জন্য আরও একটি নয়া অফার নিয়ে এল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন ৷
নতুন লঞ্চ হওয়া নোকিয়ার স্মার্টফোন কিনলেই গ্রাহকেরা পেয়ে যাবেন ভোডাফোনের দারুণ অফার । নোকিয়া ৫ ও ৩ কিনলেই গ্রাহকরা পেয়ে যাবেন ৫জিবি ডেটা ৷ এক জিবি ডেটার মূল্যে তিন মাসের জন্য পেয়ে যাবেন অতিরিক্ত ৪ জিবি ডেটা ৷ তাও মাত্র ১৪২ টাকায়।
নোকিয়া ৬ স্মার্টফোন কিনলে গ্রাহকেরা পেয়ে যাবেন ১০ জিবি ডেটা ৷ এক জিবির ডেটার মূল্যে অতিরিক্ত ৯ জিবি ডেটা তিন মাসের জন্য ৷ খরচ মাত্র ২৫১ টাকায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Data Offer, Vodafone customers can get upto 9GB free data, Vodafone offer