হোম /খবর /প্রযুক্তি /
প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে বাজারে আসছে Vivo-র ল্যাপটপ, কী থাকবে ফিচার্স

প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে বাজারে আসছে Vivo-র ল্যাপটপ, কী থাকবে ফিচার্স

vivo laptops will be coming soon likely to take on xiaomi and redmi laptops

vivo laptops will be coming soon likely to take on xiaomi and redmi laptops

91Mobiles-এর রিপোর্ট অনুসারে BBK-এর মালিকানাধীন সংস্থা Vivo ল্যাপটপ লঞ্চ করবার জন্য প্রস্তুত হচ্ছে।

  • Share this:

#কলকাতা: Vivo Laptops: Vivo, OPPO, Xiaomi ভারতীয় স্মার্টফোনের বাজারে নিজেদের জায়গা বেশ কয়েক বছর ধরে তৈরি করেছে। প্রতিনিয়ত ব্যবসার নতুন স্ট্র্যাটেজি তৈরি করে চলেছে। খবর পাওয়া গিয়েছে, Vivo এবার বাজারে ল্যাপটপ আনতে চলেছে। 91Mobiles-এর রিপোর্ট অনুসারে BBK-এর মালিকানাধীন সংস্থা Vivo ল্যাপটপ লঞ্চ করবার জন্য প্রস্তুত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, Realme-ও বাজেটের মধ্যে ল্যাপটপ নিয়ে আসছে। অন্য দিকে, Xiaomi-র সাব ব্র্যান্ড Redmi বাজারে নিজের ল্যাপটপ নিয়ে আত্মপ্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, Vivo বাজারে নিজের ল্যাপটপ আনার জন্য একটি সমীক্ষা চালাচ্ছে। ল্যাপটপের দাম কেমন হওয়া উচিত, ডিসপ্লে সাইজ কেমন হওয়া উচিত, প্রসেসর কেমন হলে ভালো হবে- এমন সব প্রশ্ন করা হচ্ছে গ্রাহকদের। এই সংক্রান্ত বিশেষ কিছু এখনও জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে দু'টি স্ক্রিন সাইজে Vivo ল্যাপটপ বাজারে আসবে। তাতে 11th জেনারেশনের Intel Core i5 অথবা i3 প্রসেসর থাকতে পারে। আবার এও মনে করা হচ্ছে Redmi-র মতো দু'টি ভ্যারিয়ান্টেই আসবে Vivo-র ল্যাপটপ, একটিতে থাকবে 11th জেনারেশনের Intel Core i5 প্রসেসর ও অন্যটিতে থাকবে i3 প্রসেসর। ভারতের বাজারে গত এক বছর ধরে বেশ কিছু নতুন ল্যাপটপ ব্র্যান্ড জায়গা করেছে। তার মধ্যে রয়েছে, Xiaomi, Redmi ও Nokia-র মতো কোম্পানি। অন্য দিকে, LG Gram সিরিজের ল্যাপটপ দিয়ে পুনারয় বাজার দখলের চেষ্টায় রয়েছে। যেখানে Xiaomi, Redmi এবং Nokia তাদের ডিভাইজগুলি বাজারে নিয়ে এসেছে কম দামে, সেখানে LG Gram প্রিমিয়াম কোয়ালিটির জন্য দাম বেশি রাখতে বাধ্য হয়েছে, এই ডিভাইজের দাম ৭০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। তবে Vivo-র তরফ থেকে ইঙ্গিত মিলেছে তারা খুব কম দামে বাজারে লঞ্চ করছে ল্যাপটপ। যার দরুন Xiaomi, Redmi-র মতো ব্র্যান্ডগুলির মধ্যে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে।

করোনা অতিমারীর ফলে বাজারে ল্যাপটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। Gartner-এর রিপোর্ট অনুসারে, বিগত ১০ বছরের তুলনায় ২০২০ সালে ল্যাপটপের বাজার বেড়েছে। ডেস্কটপ ও ল্যাপটপের শিপমেন্ট প্রায় ২৭৫ মিলিয়ন অবধি পৌঁছেছে, যা ২০১৯ এর তুলনায় ৪.৮% বেশি। Gartner রিসার্চ ডিরেক্টর মিকাকো কিতাগওয়া (Mikako Kitagawa) জানিয়েছেন, “কোভিড- ৯ এর কারণে সরকার যে সমস্ত জায়গায় লকডাউনের ঘোষণা করে, বিশেষ করে সেই সমস্ত স্থানে ল্যাপটপের চাহিদা বৃদ্ধি পেয়েছে। লকডাউনের ফলে ফোনের তুলনায় ল্যাপটপ গুরুত্বপূর্ণ ডিভাইজ হিসাবে ব্যবহার হয়েছে। স্কুল পড়ুয়াদের থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোমে যাঁরা কাজ করছেন তাঁদের সকলেরই কাজের জন্য প্রধান বস্তু হয়ে উঠেছে ল্যাপটপ।” অন্য দিকে, ২০২১-এর দ্বিতীয় কোয়ার্টারে পার্সোনাল কম্পিউটারের শিপমেন্ট হয়েছে প্রায় ৭১.৬ মিলিয়ন ইউনিট। যা ২০২০-এর দ্বিতীয় কোয়ার্টারের তুলনায় ৪.৬% বৃদ্ধি পেয়েছে। তবে পার্সোনাল কম্পিউটার বিক্রির ক্ষেত্রে Gartner-এর রিপোর্টে Chromebook রাখা হয়নি। যদিও ২০২১-এর দ্বিতীয় কোয়ার্টারে Chromebook-এর চাহিদা বৃদ্ধি পেতে শুরু করে। বিশ্বের বাজারে PC ও Chromebook-এর চাহিদা প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে বলে সমীক্ষায় জানা গিয়েছে।

Published by:Debalina Datta
First published:

Tags: VIVO