#কলকাতা: রবিবার ছুটির দিন ৷ বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি দিনের বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়াতেও সময় কাটে অনেকেরই ৷ কিন্তু এদিন বিকেলে ছবি, ভিডিও, স্টিকার পাঠাতে গিয়েই বিপত্তি ৷ বিশ্বজুড়ে অচল হোয়াটসঅ্যাপ ! প্রায় এক ঘণ্টারও বেশি সময় জুড়ে পাঠানো গেল না কোনও মিডিয়া ফাইল হোয়াটসঅ্যাপে ৷
ছবি-ভিডিও-র পাশাপাশি ডকুমেন্ট হিসেবেও কোনও ছবি পাঠানো গেল না এই সময়। জানা গিয়েছে, অ্যানড্রয়েড ও আইওএস– দু’রকম প্ল্যাটফর্মেই এই সমস্যা দেখা দিয়েছিল। সন্ধে ৬টা-য় অবশেষে সব ঠিক হয়। মূলত সার্ভারের গন্ডগোলের জন্যই এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ এর জন্য স্বভাবতই ব্যাপক হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ কেন হঠাৎ অচল হোয়াটসঅ্যাপ ? প্রত্যেকের মুখে তখন এই একটাই প্রশ্ন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp, Whatsapp Down