গুজরাতের দুই পড়ুয়ার তৈরি ইলেক্ট্রিক কিট, এক চার্জেই বাইক ছুটবে ৮০ কিমি!
Last Updated:
দুই ছাত্রের তৈরি ব্যাটারি-চালিত ইলেক্ট্রিক কিট মোটরবাইকে ব্যবহার করা হলে তেলের ব্যবহার কমবে।এক চার্জেই মোটরবাইক ছুটবে ৮০ কিমি!
#আহমেদাবাদ: গুজরাতের দুই মেধাবী পড়ুয়ার হাতে তৈরি হল এমন ইলেক্ট্রিক কিট, যা মোটরবাইকের দাম কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই আবিষ্কার দেশের অপ্রচলিত শক্তির উৎসের নিরিখে গুরুত্বপূর্ণ হতে পারে বলে দাবি করা হয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সময়ে দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ভাবনা ও কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের বৈজ্ঞানিক মহল।
আহমেদাবাদের গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির (GTU) তরফে এই খবর প্রচার করা হয়েছে। অর্পিত চৌহান (Arpit Chauhan) ও কার্তিক আত্রেয় (Kartik Atreya) ওই প্রতিষ্ঠানের পড়ুয়া বলে জানানো হয়েছে। বক্তব্য, দুই ছাত্রের তৈরি ব্যাটারি-চালিত ইলেক্ট্রিক কিট মোটরবাইকে ব্যবহার করা হলে তেলের ব্যবহার কমবে। ফলে মানুষের খরচ অনেকটাই বাঁচবে বলে গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে। তাই এই আবিষ্কারকে যুগান্তকারী বলে আখ্যা দেওয়া হয়েছে।
advertisement
আহমেদাবাদের গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে যে অর্পিত চৌহান ও কার্তিক আত্রেয়র হাতে তৈরি এই ইলেক্ট্রিক কিটে লিড-অ্যাসিডের ৬টি ব্যাটারি থাকবে। মোটরবাইকের চলাচল সরল করতে ওই কিটে লিথিয়ামও থাকবে বলে জানানো হয়েছে। এক বার চার্জ পেলে ওই ব্যাটারি একলপ্তে ৮০ কিলোমিটার চলবে বলে দাবি করা হয়েছে। মাত্র ২৫ পয়সা খরচ করে ওই কিটে চার্জ দেওয়া যাবে বলেও জানানো হয়েছে। সঙ্গে এও দাবি করা হয়েছে যে ব্যাটারি-চালিত মোটরবাইক শব্দ দূষণ ১০ থেকে ১২ ডেসিবেল কমিয়ে দেবে।
advertisement
advertisement
গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে যে অর্পিত চৌহান ও কার্তিক আত্রেয়র কাজে উদ্বুদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানের বাকি পড়ুয়ারা। একই ফর্মুলা ব্যবহার করে অটো রিক্সা, ট্র্যাক্টর এবং গাড়ির জন্য একই ধরনের কিট তৈরি করা যায় কি না, তা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের আরও একদল পড়ুয়া গবেষণা শুরু করেছেন বলে খবর।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মোটরবাইকের জন্য ইলেক্ট্রিক কিট তৈরির আগে এ ব্যাপারে ৬ বছর ধরে গবেষণা চালান পড়ুয়া অর্পিত ও কার্তিক। অন্যান্য যানে একই রকমের কিট ব্যবহার করা যায় কি না, তা নিয়েও গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির দুই পড়ুয়া গবেষণা চালাচ্ছে বলে জানানো হয়েছে।
view commentsLocation :
First Published :
February 24, 2021 6:38 PM IST

