নয়াদিল্লি: তবে কি বদলে গেল ট্যুইটারের লোগো! আপাতত এনিয়েই চলছে জোর চর্চা। গোটা, বিশ্ব জুড়ে হইচই, হঠাৎ উধাও ট্যুইটারের নীল পাখি। তার জায়গায় দিব্যি বসে প্যাটপ্যাট করে তাকিয়ে রয়েছে একটি সোনালি কুকুর। যেন, ছিল বিড়াল হয়ে গেল রুমাল।
কিন্তু বিষয়টা সুকুমার-সহজতায় ধরা পড়ছে না তামাম দুনিয়ায়। বরং এই ঘটনার কারণ ও ফলাফল নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ট্যুইটার অধিগ্রহণের পর থেকে ইলন মাস্ক একের পর এক পরিবর্তন এনেছেন এই সোশ্যাল মিডিয়া সাইটে। ট্যুইটারের আত্মপ্রকাশের পর থেকেই তার লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে এই নীল পাখিটি। কিন্তু আমেরিকান সময় অনুযায়ী গত সোমবার সে পাখি উড়ে গেছে। লোগো জুড়ে বসেছে ক্রিপ্টোকারেন্সি Dogecoin-এর লোগো।
ঘটনা হল, এই Dogecoin হল একটি মিম ক্রিপ্টোকারেন্সি। যাকে সাপোর্ট করেন খোদ ইলন মাস্ক, অভিযোগ এমনই। Dogecoin-এর লোগোতে দেখা যায় একটি সোনালি রঙের শিবা ইনু প্রজাতির কুকুরকে।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
সোমবার থেকে ট্যুইটারের ওয়েব পেজে এই কুকুরের মুখই ভেসে উঠছে। যদিও মোবাইল অ্যাপে ট্যুইটারের চিরপরিচিত নীল পাখি লোগোই রয়েছে। ফলে ট্যুইটার আনুষ্ঠানিক ভাবে তার লোগো পরিবর্তন করতে চলেছে নাকি, বিষয় অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এরই মধ্যে ইলন মাস্ক আবার ট্যুইট করেছেন একটি মিম। সেখানে একটি কার্টুনে দেখা যাচ্ছে Dogecoin-এর লোগো-র কুকুরটি একটি প্রজাপতির শরীর ধারণ করেছে, সে বসে রয়েছে একটি সবুজ গাড়ির চালকের আসনে। একজন ট্রাফিক পুলিশ তার লাইসেন্স পরীক্ষা করতে গিয়ে দেখছেন সেখানে রয়েছে ট্যুইটারের নীল পাখির ছবি। কুকুরটির বয়ানে বলা হয়েছে ‘ওটা পুরনো ছবি’। এর উত্তরে Degecoin বলেছে, ‘কত টাকা, বাহ, কত কয়েক কত টাকা।’
আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না
ইলনের এমন ট্যুইটের ফলে জল্পনা আরও উস্কে উঠেছে। অনেক ট্যুইটার ব্যবহারকারীই লোগো পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই বিভ্রান্ত। কেউ মনে করছেন ১ এপ্রিলের মজা করতে গিয়েই একটু দেরি করে ফেলেছে সংস্থা।
এদিকে এই ঘটনার সঙ্গে জুড়ে যাচ্ছে অন্য একটি ঘটনা। এর আগে আমেরিকার কোর্টে Dogecoin পিরামিড স্কিমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দিন কয়েক আগেই তার সঙ্গে তাঁকে জড়িয়ে দেওয়ার মামালা খারিজের আবেদন জানিয়েছেন ইলন মাস্ক।
মাস্কের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সাল থেকে ক্রিপ্টো কারেন্সির কোনও মূল্য নেই জেনেও নিজের প্রভাব খাটিয়ে প্রচার চালিয়ে গিয়েছেন লাভের স্বার্থে। মাস্কের তরফে অবশ্য দাবি করা হয়েছে, এসবই গালগল্প। তিনি মজা করে কিছু শেয়ার করতেন, তার বাইরে কিছু নয়।
যদিও গত বছর ইলন মাস্ক ঘোষণা করে এই Dogecoin ব্যবহার করে Tesla-র পণ্য ক্রয় করা যাবে। তারপরই এই ক্রিপ্টোর দাম এক লাফে বেড়ে যায়। ট্যুইটারের লোগো বদলের পরও Dogecoin –এর দাম ০.০৭৯ মার্কিন ডলার থেকে বেড়ে ০.০৯৪ মার্কিন ডলারে দাঁড়ায়। এদিকে সূত্রের খবর, ট্যুইটারের দাম এখন ২০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও কম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।