#নয়াদিল্লি: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ এর মাধ্যমে আপনি টেক্সট মেসেজ ছাড়া অডিও ও ভিডিও দু’ধরনের কল করতে পারবেন ৷ একাধিক বার এরকম হয়ে থাকে, যে হোয়াটসঅ্যাপ থেকে অডিও কল করে জরুরি কথা বলছেন যেটা নোট করতে হবে কিন্তু হাতের সামনে নেই কাগজ পেন ৷ তবে আপনি জানেন কী এবার হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করে সেভ করে রাখতে পারবেন ৷
হোয়াটসঅ্যাপ কল অ্যান্ড্রয়েড ও আইফোনে রেকর্ড করার জন্য সিলেক্টেড ডিভাইস থাকা জরুরি ৷ অন্য ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করা অনৈতিক ও অবৈধ ৷ ফলে রেকর্ড করার সময় উল্টো দিকের ব্যক্তিকে অবশ্যই জানিয়ে রাখবেন ৷
অ্যান্ড্রয়েড ফোনে এভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করুন