#নয়াদিল্লি: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ এর মাধ্যমে আপনি টেক্সট মেসেজ ছাড়া অডিও ও ভিডিও দু’ধরনের কল করতে পারবেন ৷ একাধিক বার এরকম হয়ে থাকে, যে হোয়াটসঅ্যাপ থেকে অডিও কল করে জরুরি কথা বলছেন যেটা নোট করতে হবে কিন্তু হাতের সামনে নেই কাগজ পেন ৷ তবে আপনি জানেন কী এবার হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করে সেভ করে রাখতে পারবেন ৷
হোয়াটসঅ্যাপ কল অ্যান্ড্রয়েড ও আইফোনে রেকর্ড করার জন্য সিলেক্টেড ডিভাইস থাকা জরুরি ৷ অন্য ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করা অনৈতিক ও অবৈধ ৷ ফলে রেকর্ড করার সময় উল্টো দিকের ব্যক্তিকে অবশ্যই জানিয়ে রাখবেন ৷
অ্যান্ড্রয়েড ফোনে এভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করুন -- সবচেয়ে প্রথমে CUBE CALL RECORDER ডাউনলোড করুন --অ্যাপ ওপেন করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে সেই ব্যক্তিকে কল করুন যার সঙ্গে কথা বলতে চান --এই সময় CUBE CALL উইজেট দেখতে পান তাহলে বুঝবেন আপনার ফোন কল রেকর্ড হচ্ছে --ফোনে error দেখালে একবার ফের CUBE CALL রেকর্ডার খুলুন --এবার অ্যাপের সেটিংয়ে গিয়ে ভয়েস কলে Force Voipএ ক্লিক করতে হবে --এরপর ফের একবার হোয়াসটঅ্যাপ কল করুন --এবারও CUBE CALL রেকর্ডার না দেখালে বুঝতে হবে আপনার ফোনে এটা কাজ করবে না
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp