#কলকাতা: নতুন এই বৈদ্যুতিন স্কুটারটি যেমন পরিবেশ রক্ষা করবে, তেমনই বাঁচাবে আপনার পকেটও । কারণ, মাত্র ১৫ পয়সার জ্বালানিতে সে ছুটবে ১ কিলোমিটার । জেনে নিন স্কুটারটির সমস্ত ফিচার্স-• Ampere-এর ম্যানগাস প্রো মডেলের এই স্কুটারটির দাম ৭৩,৯৯০ টাকা (এক্স শোরুম) ।• ইকো মোডে এই স্কুটার এক টানা ১০০ কিমি পর্যন্ত চলতে পারে ।• স্কুজ মোডে চলবে একটা ৮০ কিমি পর্যন্ত ।• স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কমি ।
• ১০ সেকেন্ডে ০-৪০ কিমি গতি পর্যন্ত উঠতে পারে ।• ৪৫০ মিমি ডিজিটাল ড্যাশবোর্ড রয়েছে এতে । রয়েছে স্টেপ টাইম সিট ও বুট স্পেসে রয়েছে এলইডি লাইট ।• এছাড়াও রয়েছে ইউএসবি চার্জার, কি-লেস এন্ট্রি, অ্যান্ট-থেপ্ট অ্যালার্ম ।• এই স্কুটিতে ৫ ঘণ্টা টানা চার্জ দিলে ১.৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে । আর এই স্কুটিতে রয়েছে দ্রুত চার্জ দেওয়ার সুবিধা । এর ব্যাটারিও খোলা যাবে ।• তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই স্কুটিতে ।• এতে চার্জ ধরে রাখারও ক্ষমতা রয়েছে । শেষ ১০ শতাংশ চার্জ দিয়ে আপনি ১০ কিমি পর্যন্ত যেতে পারবেন
Published by:Simli Raha
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।