#কলকাতা: মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ ৷ মেসেজ, ছবি, ভিডিও থেকে ফাইল সমস্ত কিছুই পাঠানো যায় একটি ক্লিকের মাধ্যমে ৷ ব্যবহারকারীদের মধ্য জনপ্রিয়তা বজায় রাখতে নিত্যনতুন বিভিন্ন ফিচার্স নিয়ে হাজির হয় সংস্থা ৷ আপডেট করা হয় অ্যাপটি ৷ কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক সময়ই ছড়িয়ে পড়ে ফেক নিউজ ৷ যার জেরে দেশের বিভিন্ন এলাকায় হিংসার ঘটনাও ঘটেছে একাধিকবার ৷ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ তবে এবার হোয়াটসঅ্যাপে আসা নিউজ ফেক না রিয়েল তা জানা যাবে সহজেই ৷
আরও পড়ুন: অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি দিল্লির একদল বিশেষজ্ঞ এই নিয়ে গবেষণা চালাচ্ছেন। তাদের দাবি এবার একটি অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে কোনও খবরটি ভুয়ো ৷ অ্যাপটির উপর তারা রিসার্চ চালাচ্ছেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে একজন জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন ম্যাসেজ 9354325700 নম্বরে পাঠাতে বলা হয়েছে ব্যবহারকারীদের ৷ এই ম্যাসেজগুলি বিশ্লেষণ করে একটি মডেল তৈরি করার প্রচেষ্টা করা হচ্ছে যা থেকে ভুয়ো খবর আলাদা করা যাবে ৷
আরও পড়ুন: বাড়ির দরজায় এটা করলেই ফিরবে আর্থিক ভাগ্য
বলা হচ্ছে এমন কোনও পদ্ধতি তৈরি করা হবে যেমন হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ বা লিঙ্ক ঢুকলে অ্যাপটি সেই মেসেজ বা লিঙ্কটিকে কোনও রংয়ের মাধ্যমে চিহ্নিত করবে। তাহলে কোনও ভুয়ো ও কোনটি রিয়েল নিউজ সহজেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন ৷ আগামী কয়েক মাসের মধ্যেই অ্যাপটি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর! আরও সস্তায় নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।