#কলকাতা: ফোন থেকে ব্যাঙ্ক, সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন শপিং ওয়েবসাইট, সবেরই থাকে নিজস্ব পাসওয়ার্ড। তথ্য বা টাকা সুরক্ষিত রাখতে মূল হাতিয়ার এই পাসওয়ার্ড। ফলে সকলেই জানা প্রয়োজন কীভাবে কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন বা কোন পারসয়ারড কোনভাবেই ব্যবহার করা হাবে না। পাসওয়ার্ড দিয়ে কোনও জায়গার নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে যদি আপনি কোনও তথ্যের গোপনীয়তা বজায় রাখতে চান। আবার অর্থের বিষয়টাও একই।
সাইবার অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা সারাদিন আপনার অ্যাকাউন্ট তাক করে বসে থাকে। কোনভাবেই একটু সুযোগ পেলেই নিমেষে উধাও হয়ে যায় সব। প্রতিদিন লক্ষ লক্ষ ক্রেতা এবং গ্রাহক এই সাইবার প্রতারণার শিকার হন সারা পৃথিবী জুড়ে। কিন্তু আপনি যদি গোটা বিষয়টা নিয়ে সতর্ক হন, তবে আপনার তথ্য এবং অর্থ সুনিশ্চিত করতেই পারেন। সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কয়েকটি বিষয় পাশাপাশি বেশ কিছু পাসওয়ার্ড আছে, যেগুলি কোনভাবেই ব্যবহার করা যাবে না, বা একবার ব্যবহার করা কোনও পাসওয়ার্ড, দ্বিতীয়বার ব্যবহার অর্থার Reuse না করাই ভাল।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না তার মধ্যে কতটা ঝুঁকি রয়েছে। তাই ২০২০ সালে বহুল ব্যবহৃত বেশ কিছু পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে, যেগুলি এখন সাইবার প্রতারকদের মূল টার্গেট। সেই সব পাসওয়ার্ড ব্যবহার করলে নিমেষে শেষ হয়ে যাবে আপনার সব।
এখানে রইল ২০টি পাসওয়ার্ডের তালিকা। যেগুলি ভুলেও আর ব্যবহার করবেন না...
*123456
*password
*12345678
*12341234
*1asdasdasdasd
*Qwerty123
*Password1
*123456789
*Qwerty1
*:12345678secret
*Abc123
*111111
*stratfor
*lemonfish
*sunshine
*123123123
*1234567890
*Password123
*123123
*1234567