Home /News /technology /
ডিজিটাল ইন্ডিয়ার জন্য ২০০০ টাকার স্মার্টফোন আনতে চায় কেন্দ্র

ডিজিটাল ইন্ডিয়ার জন্য ২০০০ টাকার স্মার্টফোন আনতে চায় কেন্দ্র

নগদ নয়, বরং ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিতে চলল কেন্দ্রীয় সরকার ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: নগদ নয়, বরং ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিতে চলল কেন্দ্রীয় সরকার ৷ বিভিন্ন স্মার্টফোন সংস্থাগুলিকে এবার ২ হাজারেরও কম দামের স্মার্টফোন বাজারে আনার অনুরোধ করেছে কেন্দ্র । এই বিষয়ে মোবাইল সংস্থাগুলির সঙ্গে নীতি আয়োগে বৈঠক করেছে কেন্দ্র ৷ তবে বৈঠকে স্যামসং ও অ্যাপেলের মতো সংস্থা উপস্থিত ছিল না ৷ পাশাপাশি এও জানানো হয়েছে যে কোনও চিনা সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে দেশকে ক্যাশলেস ইকোনমি গড়ার এটি একটি প্রচেষ্টা ৷ ডিজিটাল ট্রান্সেকশনের স্মার্টফোন সবচেয়ে আগে দরকার ৷ কিন্তু স্মার্টফোনের দামের জন্য এখনও আমাদের দেশের অনেক মানুষের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব  ৷ সেই সকল মানুষের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রী সরকার ৷ স্মার্টফোনগুলিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার থাকতে হবে বলে জানান হয়েছে ৷ কয়েকদিন আগে খড়গপুর IIT-তে এসেছিলেন সুন্দর পিচাই ৷ সেখানে তিনি জানান ভারতকে ডিজিটাইজেশন করার যে কথা বলা হচ্ছে তা তখনই সম্ভব যখন প্রতেকের হাতে স্মার্টফোন থাকবে ৷ এবং তার জন্য সস্তা অথার্ৎ ২০০০ টাকার মধ্যে বাজারে আসতে হবে স্মার্টফোন ৷ তাঁর সংস্থার তৈরি ‘অ্যান্ড্রয়েড ওয়ান’-এর লক্ষ্য এখন সেটাই লক্ষ্য । এই মুহর্তে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার অ্যান্ড্রয়ড ওয়ান ফোনের মূল্য ৬০০০ টাকা ৷ সমীক্ষা অনুযায়ী, ১.৩ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় মাত্র ৩০০ মিলিয়ন মানুষের ৷ নোট বাতিলের পর যে নোট সংকট দেখা দিয়েছিল তার জেরে স্মার্টফোন বিক্রি অনেকটাই কমে গিয়েছে ৷

  First published:

  Tags: Bengali News, Budget Smartphone, Cashless Economy, Digital India, ETV News Bangla, Indian smartphone makers to create a sub Rs 2000 smartphone

  পরবর্তী খবর