সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গরমের দাপট। আর ঘরে ঘরে শুরু হয়েছে কুলার ব্যবহার। গরমের সঙ্গে লড়াই করতে পাখা ও কুলার পরিষ্কার করছেন সকলে।
সাধারণত দেখা যায় পুরনো কুলার নতুনের মতো ঠান্ডা বাতাস দেয় না। লক্ষ্য করে দেখা গিয়েছে, সাধারণত মানুষ শীতের মরসুমে কুলার প্যাকিং করে তুলে রাখেন। গ্রীষ্ম ফিরলে এটি আবার সেটি ব্যবহারের বার করে নেওয়া হয়। অনেক সময় এমন হয় যে শীতের পর গরম পড়লে কুলার বের করে দেখা যায় সেটি আর আগের মতো সুশীতল বাতাস দিচ্ছে না। অনেকেই খারাপ হয়ে গিয়েছে ভেবে নতুন কুলার কিনে ফেলেন।
কিন্তু প্রথমেই নতুন কুলার কিনে ফেলার প্রয়োজন হয় না। এমন কিছু কৌশল রয়েছে যার সাহায্যে পুরনো কুলারও এমন শীতল হাওয়া দেবে যে তুলে রাখা কম্বল আবার পাড়তে হবে।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
এই গ্রীষ্মে যদি পুরনো কুলার থেকেই ঠান্ডা বাতাস পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে শুধুমাত্র একটি 'স্টুকিন 9V ডিসি সাবমারসিবল পাম্প মোটর' ইনস্টল করতে হবে। এর ফলে পুরনো কুলার, যা খুব ঠান্ডা হাওয়া দেওয়া বন্ধ করে দিয়েছিল, তাও দারুন ঠান্ডা হাওয়া দেবে। কিন্তু এর জন্য অনেক বেশি টাকা খরচ করতে হবে না।
সাবমারসিবল পাম্প মোটর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর মধ্যে একটি কিট রয়েছে, যা জল আটকে রেখে ঠান্ডা করে। একে অ্যালুমিনিয়াম ওয়াটার কুলিং ব্লকও বলা হয়। এটি সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি একটি মোটর। এটি দ্বারা যে কোনও জল ঠান্ডা করা যেতে পারে। কুলারে রাখার পর এটি ঠান্ডা বাতাস দিতে শুরু করবে।
Stookin 9V DC সাবমারসিবল পাম্প মোটর কিনতে চাইলে যে কোনও অনলাইন বা অফলাইন স্টোরে খোঁজ করা যেতে পারে। এই পাম্প মোটরের দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যেই হয় সাধারণত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।