#নয়াদিল্লি: ফোল্ডেবল ফোনের জমানা আবার ফিরিয়ে এনেছে স্যামসাং। নিয়ে এসেছে দুই নয়া ফোন Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Fold 3। দুই ফোনের ফিচার কি নামের মতো অনেকটা হলেও এক? এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Fold 3 ফোনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে।
ডিজাইন -
Samsung Galaxy Z Fold 4 ফোন Samsung Galaxy Z Fold 3 ফোনের থেকে বেশি কম্প্যাক্ট। এর ফলে এই ফোন পকেটে নিতে বেশি সুবিধা। Samsung Galaxy Z Fold 4 ফোন Samsung Galaxy Z Fold 3 এর থেকে ১৭ গ্রাম হালকা।
এছাড়াও স্যামসাং কোম্পানির তরফে জানানো হয়েছে Samsung Galaxy Z Fold 4 ফোন Samsung Galaxy Z Fold 3 ফোনের থেকে বেশি মজবুত। Samsung Galaxy Z Fold 4 ফোনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। অন্য দিকে, Samsung Galaxy Z Fold 3 ফোনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস।
ডিসপ্লে -
Samsung Galaxy Z Fold 4 ফোন ও Samsung Galaxy Z Fold 3 ফোনের ডিসপ্লে একই। এই দুটি ফোনেই রয়েছে ৭.৬ ইঞ্চির ইনার ফোল্ডিং ডিসপ্লে এবং ৬.২ ইঞ্চির আউটার কভার ডিসপ্লে। Samsung Galaxy Z Fold 4 ফোনের প্যানেল Samsung Galaxy Z Fold 3 ফোনের থেকে কিছুটা ওয়াইড।
Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Fold 3 দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল। এছাড়াও দুটি ফোনেই রয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। দুটি ফোনের বাইরের এবং ভিতরের স্ক্রিনে রয়েছে একই রিফ্রেশ রেট।
পারফরমেন্স -
Samsung Galaxy Z Fold 4 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট, যা স্ন্যাপড্রাগন ৮৮৮ এর থেকে বেশি শক্তিশালী। Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Fold 3 দুটি ফোনেই রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবির স্টোরেজ। Samsung Galaxy Z Fold 4 ফোনে রয়েছে ১ টিবি স্টোরেজ অপশন।
আরও পড়ুন- গেম খেলার জন্য সেরা অপশন! জানুন স্পেশিফিকেশন ও দামক্যামেরা -
Samsung Galaxy Z Fold 4 ফোনে, Samsung Galaxy Z Fold 3 ফোনের থেকে বেশি উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy Z Fold 3 ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। অন্য দিকে, Samsung Galaxy Z Fold 4 ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল এবং ১০ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি -Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Fold 3 দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৪,৪০০ এমএএইচের ব্যাটারি যা ২৫ ডব্লু ফাস্ট চার্জ যুক্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SamSung, Samsung Galaxy