কলকাতা: জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung তাদের Samsung Galaxy S23 এবং Galaxy S23 Plus ফোনের সঙ্গে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Galaxy S23 Ultra-ও লঞ্চ করেছে। Samsung কোম্পানির নতুন এই ফোন আলোড়ন সৃষ্টি করতে চলেছে।
আসলে, কোরিয়ান ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন Galaxy S23 Ultra-কে Apple-এর iPhone-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে, Samsung-এর নতুন ফোন iPhone 14 Pro Max-কে চ্যালেঞ্জ করতে পারে। তাই এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy S23 Ultra এবং Apple iPhone 14 Pro Max, উভয় ফোনেরই প্রধান ফিচার। এর থেকেই অনুমান করা সম্ভব হবে যে, দুটি ডিভাইসের মধ্যে কোনটি সেরা।
ক্যামেরা -
প্রথমত, দুটি ফোনের ক্যামেরা ফিচার দেখে নেওয়া যাক। Galaxy S23 Ultra ফোনে, Samsung তার গ্রাহকদের Apple-এর iPhone 14 Pro Max থেকে অনেক বেশি রেজোলিউশন যুক্ত ক্যামেরা অফার করছে।
ফোনটিতে দুর্দান্ত নাইট মোড (নাইটগ্রাফি) সহ একটি ২০০ এমপি রিয়ার ক্যামেরা রয়েছে, যেখানে iPhone 14 Pro Max একটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর যুক্ত। যেখানে স্যামসাং তার নতুন ডিভাইসে চারটি ক্যামেরা দিচ্ছে, সেখানে অন্য দিকে iPhone 14 Pro Max ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- আকর্ষণীয় প্রিমিয়াম রেঞ্জের ডিজাইন, সঙ্গে ফটোশ্যুট রেডি ক্যামেরা! জানুন
ডিসপ্লে -
Galaxy S23 Ultra Pixel-এর ক্ষেত্রে, iPhone 14 Pro Max-এর চেয়ে শার্প ডিসপ্লে রয়েছে। Apple তার iPhone 14 Pro Max-এর ৬.৭ ইঞ্চি স্ক্রিনে ১২৯০ x ২৭৯৬ পিক্সেল ডিসপ্লে দিচ্ছে। অন্য দিকে, Samsung Galaxy S23 Ultra ফোনে ৬.৮ ইঞ্চি কার্ভড স্ক্রিনে ১৪৪০ x ৩০৮৮ পিক্সেল ডিসপ্লে পাওয়া যাচ্ছে।ব্যাটারি -
Samsung Galaxy S23 Ultra ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, Apple-এর iPhone 14 Pro Max-এ একটি ৪৩২৪ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলির চিপসেট এবং শক্তি বিবেচনা করে, হ্যান্ডস-অন পরীক্ষা ছাড়া কোন ডিভাইসটি বেশি দীর্ঘস্থায়ী হবে, তা বলা কঠিন।
আরও পড়ুন- ফ্লিপকার্টে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ১৫ হাজার টাকারও কমে, জেনে নিন
স্টোরেজ -
iPhone 14 Pro Max-এর ১২৮, ২৫৬, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ মডেল রয়েছে। অন্য দিকে, Samsung-এর নতুন ডিভাইসটি ২৫৬, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। শুধু তাই নয়, Apple-এর ফ্ল্যাগশিপ ফোন কোম্পানির A16 Bionic (4 nm) প্রসেসর যুক্ত। অন্য দিকে, Samsung S23 একটি Qualcomm Snapdragon 8 Gen2 প্রসেসর যুক্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SamSung, Samsung Galaxy