#কলকাতা: যাঁরা দুর্দান্ত ক্যামেরা-সহ স্মার্টফোন কেনার জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য সুখবর! কারণ আগামী বছরের গোড়ার দিকেই স্যামসাং (Samsung)-এর নতুন ফ্ল্যাগশিপ Samsung Galaxy S23 সিরিজ লঞ্চ হতে পারে। আসলে এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।
নতুন এক রিপোর্টে মিলেছে দুর্দান্ত এই খবর। কারণ ওই রিপোর্টে থেকে জানা যাচ্ছে যে, Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের এক আকর্ষণীয় ক্যামেরা (200-megapixel camera)।
যদিও এই তথ্যটা প্রথম বার আমরা জানতে পারছি, এমনটা কিন্তু একেবারেই নয়। এর আগেও সেই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ব্যাপারে আমরা বহু গুঞ্জন শুনেছি। তবে একজন টিপস্টার বর্তমানে সেই ক্যামেরার বিষয়ে আরও বিশদ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন- অনলাইনে টাকা লেনদেন করেন? কী কী বিষয় মাথায় না রাখলেই নয়, জেনে নিন
IceUniverse নামে ওই টিপস্টারটির দাবি, Samsung Galaxy S23 Ultra-র সেই বহুল চর্চিত ২০০ মেগাপিক্সেল শ্যুটার আসলে Samsung ISOCELL সেন্সর। আর এই সেন্সরের সাইজ ১/১.৩"। আর ওই ক্যামেরায় থাকবে f/১.৭ অ্যাপারচার-সহ ০.৬μm-এর পিক্সেল সাইজ। তবে Samsung Galaxy S23 Ultra ফোনে কোন I
SOCELL শ্যুটার ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। অন্য কিছু রিপোর্টে দাবি, ISOCELL HP1 and ISOCELL HP3 শ্যুটারের মাঝামাঝি এটা থাকতে পারে। আবার কারও কারও জল্পনা, স্যামসাং Galaxy S23 Ultra-র ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এখনও অপ্রকাশিত ISOCELL HP2।
ওই টিপস্টারটির আরও দাবি, Samsung Galaxy S23 Ultra-র প্রাইমারি ক্যামেরার ডিজাইন থাকবে অনেকটা Galaxy S22 Ultra-র মতোই। আগেই তারা দাবি করেছিল যে, Galaxy S23 Ultra-র ক্যামেরা মডিউল থেকে শুরু করে ডাইমেনশন - এই সব কিছুই হবে একেবারে Galaxy S22 Ultra-র মতোই।
যদিও Galaxy S22 Ultra স্মার্টফোনে ছিল চারটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। যার সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো, ১০ মেগাপিক্সিলের টেলিফটো এবং ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স। ওই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরাতে ISOCELL HM3 sensor ব্যবহার করা হয়েছে। যেখানে আছে ১/১.৩৩" ধরনের ইমেজারের সঙ্গে ০.৮µm পিক্সেল সাইজ।
তবে Samsung Galaxy S23 series লঞ্চ করার প্রসঙ্গে যে বিষয়টা বারবার উঠে আসছে, সেটা হল আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের আগে এই ফোন বাজারে আসবে না।
আরও পড়ুন- Google Pay-তে একাধিক UPI ID বানানোর সহজ উপায়, জেনে নিন
আর চলতি বছরের মতো আগামী বছরেও Galaxy S23 সিরিজের আরও তিনটি স্মার্টফোন আসতে পারে বলে জল্পনা রয়েছে। তা-ছাড়া আরও গুঞ্জন যে, Galaxy S23 সিরিজের স্মার্টফোনে ভবিষ্যৎ প্রজন্মের কোয়্যালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং আপডেটেড ক্যামেরা মডিউল থাকতে চলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SamSung, Samsung Galaxy