#নয়াদিল্লি: জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung 'A' সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে Samsung কোম্পানির 'A' সিরিজের একটি নতুন ফোন হল Samsung Galaxy A14 5G। এটি একটি বাজেট ফোন, যা খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে চলেছে।
ইতিমধ্যেই বেশ কয়েকবার Samsung Galaxy A14 5G ফোনের ফিচার বাজারে ফাঁস হয়ে গিয়েছে। Samsung ভারতে তাদের সাপোর্ট পেজে Samsung Galaxy A14 5G ফোন লাইভ করে দিয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে চলেছে Samsung Galaxy A14 5G ফোন।
আরও পড়ুন- সাধারণ মানুষের ভাষা বুঝতে সক্ষম! তা হলে কি গুগলকে শেষ করে দেবে এই অ্যাপ?
মডেল নম্বর SM-A146B/DS সহ এই ফোনটি এখন Samsung India-এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত। এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy A14 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।
Samsung কোম্পানির সাপোর্ট পেজে Samsung Galaxy A14 5G ফোন লাইভ করা হয়েছে, কারণ এই ফোন অফিসিয়ালি এখনও লঞ্চ করা হয়নি। এর ফলে Samsung Galaxy A14 5G ফোন সম্পর্কে সঠিক কোনও তথ্য জানা যায়নি।
কিন্তু, এর আগে অনেকবার Samsung Galaxy A14 5G ফোনের বেশ কিছু ফিচার বাজারে ফাঁস হয়ে গিয়েছে, যা বেশ কিছু সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত।
সেই সব খবর অনুযায়ী Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে একটি ৬.৮ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে। Samsung Galaxy A14 5G ফোনের সব দিকেই বেজেল ব্যবহার করা হতে পারে।
এই ফোনে Samsung কোম্পানির আগের মডেলগুলির মতো একইরকম হাই রিফ্রেশ রেট নাও থাকতে পারে। তবে জানা গিয়েছে যে, এর রেজোলিউশন আপগ্রেড করা হবে। এই ডিভাইসটির স্ক্রিনে ব্যবহার করা হতে পারে ফুল এইচডি+ রেজোলিউশন সহ একটি এলসিডি প্যানেল।
Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২টি সহকারী সেন্সর। সেলফি তোলার জন্য Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে একটি ১৩ মেগাপিক্সেল লেন্স।
আরও পড়ুন- উন্নত প্রযুক্তির অ্যাম্বুল্যান্স আনতে গাঁটছড়া বাঁধছে জিও-আইএলবিএস
মনে করা হচ্ছে Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে Exynos 1330 SoC। ব্যাটারি হিসাবে Samsung Galaxy A14 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে এবং এতে দ্রুত চার্জিং সাপোর্ট থাকতে পারে। Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
ইতিমধ্যেই গিকবেঞ্চ সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে Samsung Galaxy A14 5G ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ ওএস। এই ফোনটি একটি আপগ্রেডেড ফোন হতে পারে। নির্বাচিত বাজারের জন্য এই ফোনে নতুন চিপসেট ব্যবহার করা হতে পারে। এই ফোনে ফুলএইচডি+ প্যানেল এবং নতুন ওএস থাকবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SamSung, Samsung Galaxy