#মুম্বই: আক্ষরিক অর্থেই জিও বিপ্লব। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বহু প্রতীক্ষিত ফোর জি ফিচার ফোনের আনুষ্ঠানিক প্রকাশ করলেন রিলায়েন্স কর্তা। গ্রাহকরা একদম বিনামূল্যে পেয়ে যাবেন নয়া জিও ফোন ৷
জিও ফোনের পর এবার আরও একটি নতুন চমক নিয়ে আসতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা ৷ দেশজুড়ে প্রায় তিন কোটি কলেজ পড়ুয়াদের জন্য ফ্রি ওয়াই ফাই পরিষেবা নিয়ে আসছে রিল্যায়েন্স জিও ৷
সূত্রের খবর, এই বিষয়ে সরকার, মুকেশ আম্বানির সংস্থা ইতিমধ্যেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রিপোর্ট জমা দিয়েছে ৷ রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে ৷ কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্ত প্রায় ৩৮ হাজার কলেজে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দিতে চায় রিল্যায়েন্স জিও ৷ ছাত্র -ছাত্রীরা পড়াশোনার জন্য যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে তাই কলেজ ক্যাম্পাসে তৈরি করা হয়েছে হটস্পট ৷ এর সাহায্যে পড়ুয়ারা বিভিন্ন অনলাইন কোর্সে পড়তে পারবে ৷
এই প্রথম মানব সম্পদ মন্ত্রকের কাছে এরকম কোনও প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তাই তারা পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যাতে বাকি টেলিকম সংস্থাগুলিও সমান সুযোগ পায় ৷ যেহেতু জিও এই পরিষেবা বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছে তাই সরকার চাইছে টেন্ডার ডেকে এই পরিষেবার বরাত দিতে ৷
তবে জিও-র আধিকারিকদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তা কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Free Wi Fi, Mukesh Ambani, Reliance Jio wants to give free Wi-Fi, Reliance Jio wants to give free Wi-Fi to college students