#মুম্বই: ভারতের টেলি-দুনিয়ায় ৪জি বিপ্লব। পথচলার একবছর পূর্ণ করল রিলায়েন্স জিও। গত ১ বছরে ভারতে ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে জিও। কয়েক কোটি ভারতবাসীর জীবনে স্থায়ী পরিবর্তন ঘটে গিয়েছে। তারা এখন সবঅর্থেই ডিজিটাল দুনিয়ার অংশ। ডেটা ব্যবহারের ছবি দেখলেই সেটা স্পষ্ট হবে। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। সৌজন্যে রিলায়েন্স জিও।
১ বছরে পা দিল জিও। জিও-র হাত ধরে বিশ্বের বৃহত্তম ডেটা ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে ভারত। ডেটা ব্যবহারের নিরিখে ১৫৫ থেকে ১ নম্বরে উঠে এসেছে ভারত। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের তথ্য জানাচ্ছে, নেটের গতি, কভারেজ বা ব্যবহারের নিরিখে দেশের মধ্যে পয়লা নম্বরে রয়েছে জিও। রিলায়েন্স জিও-র দৌলতে স্মার্টফোনের বিক্রি রাতারাতি বেড়ে গিয়েছে।
জিও বাজারে আসার আগে কেউই ভাবতে পারেননি যে, অচিরেই দুনিয়ার সবচেয়ে বেশি ডেটা ব্যবহারকারী দেশের তালিকায় এক নম্বরে উঠে আসবে ভারত। দেশের কয়েক কোটি জিও গ্রাহকের জন্যই এই সাফল্য। শুধু জিও-র গ্রাহকরাই ১২৫ কোটি জিবির বেশি ডেটা ব্যবহার করেছেন। যা কিনা দেশের অন্য সব টেলিকম সংস্থার গ্রাহকদের মোট ব্যবহারের থেকেও বেশি।
সবচেয়ে কম দামে ডেটা ব্যবহারের সুযোগ পান জিও গ্রাহকরা। এটাই জিও-র বিশেষত্ব। মাত্র ৩৯৯ টাকায় ৮৪ দিন ধরে দিনে ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে জিও। জিও-র লক্ষ্য, অন্তত ৯৯ শতাংশ ভারতীয়র কাছে উচ্চ-গতির ডেটা ও টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়া। গত ২৫ বছরে যতটা এলাকায় ২জি কভারেজ তৈরি হয়েছে, মাত্র কয়েক বছরে ৪জি কভারেজ তার থেকে বেশি।
৫০ কোটি ভারতবাসীর কাছে ডিজিটাল দুনিয়ার সুবিধা পৌঁছে দিতে বিশ্বের সবচেয়ে সস্তার স্মার্টফোন বাজারে এনেছে রিলায়েন্স জিও। মাত্র ১৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রেখেই মিলবে এই স্মার্টফোন। সবচেয়ে বড় কথা, এই ১৫০০ টাকাই ফেরত পাওয়া যাবে। তিন বছর পর ফোন জমা দিলেই টাকা পেয়ে যাবেন গ্রাহক। মাত্র ৩ দিনেই ৬০ লক্ষ ফোনের বুকিং করে রেকর্ড করে ফেলেছে জিও।