• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • জিও নিয়ে এল ফের এক নতুন অফার !

জিও নিয়ে এল ফের এক নতুন অফার !

ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসে শিরোনামে জিও ৷

ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসে শিরোনামে জিও ৷

ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসে শিরোনামে জিও ৷

 • Share this:

  #মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই একের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২ মিলিয়নের কাছাকাছি ৷ তবে এখানেই থেমে থাকতে চাই না জিও ৷ ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসে শিরোনামে জিও ৷

  জিওফাই নিয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে রিল্যায়েন্স জিও-র জিওফাই যার দাম ১৯৯৯ মিলতে পারে একদম বিনামূল্যে যদি তা অনলাইনে কেনা হয়ে থাকে ৷ গ্রাহকদরা যাদি পুরনো ওয়াইফাই ডঙ্গল এক্সচেঞ্জ করলে মিলবে ২০১০ টাকার ডেটা ৷ যদি এক্সচেঞ্জ না করা হয় তাহলে ১০০৫ টাকার মূল্যে ৪জি ডেটা পাবে গ্রাহকরা ৷ বেশ কয়েকদিন আগেই JioFi 4G Hotspot বা WiFi dongle-এ ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছিল রিল্যায়েন্স জিও ৷ WiFi dongle-এর মূল্য ১৯৯৯ টাকা ৷ যার ডাউনলোড স্পিড ১৫০ mbps ৷ আপলোড স্পিড ৫০ mbps ৷ সর্বনিম্ন মাসিক কিস্তি পড়বে ৯৫.০৩ টাকা। ডঙ্গল এক্সচেঞ্জ অফার না নিলে জিওফাই গ্রাহককে পাঁচটি ২০১ টাকা দামের ডেটা ভাউচার ফ্রি দেওয়া হবে। এই অফারের সুবিধা পেতে কী করবেন দেখে নিন- ১. Jio.com থেকে JioFi ডিভাইসটি কিনতে পারবেন ৷ ২. যে কোনও জিও স্টোরে বিল, জিওফাই বক্স নিয়ে চলে যান ৷ পুরনো ডঙ্গল এক্সচেঞ্জ করতে চাইলে সেটাও নিয়ে যান ৷ ৩. এছাড়া সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ কালার ছবি ৷ ৪. পুরনো ডঙ্গল এক্সচেঞ্জ করতে পারেন ৷ যদি পুরনো ডঙ্গল না থাকলে আপনি ১০০৫ টাকার ৪জি ডেটা পেয়ে যাবেন ৷
  First published: